টিকা কূটনীতি ঢাকা-দিল্লী আলোচনার প্রধান বিষয় বলে ধারণা করা হচ্ছে

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

টিকা কূটনীতি ঢাকা-দিল্লী আলোচনার প্রধান বিষয় বলে ধারণা করা হচ্ছে

Manual8 Ad Code

ঢাকা, ১৮ আগস্ট ২০২০: সম্ভাব্য কোভিড-১৯ টিকার বিষয়টি ঢাকা-দিল্লী আলোচনার একটি প্রধান বিষয় বলে ধারণা করা হচ্ছে।

Manual7 Ad Code

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, আমরা তাদের (ভারত) টিকার (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত) বিচারের সম্ভাবনা নিয়ে কথা বলব।
মাসুদ বলেন, ঢাকা একটি সম্ভাব্য টিকা বেছে নিতে চায় যা বাংলাদেশের জন্য নিরাপদ এবং সবচেয়ে উপযোগী হবে।
তিনি বলেন, এটা (টিকা) চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র বা ভারত থেকে হতে পারে। তাদের সবার সঙ্গে আমাদের আলোচনা চলছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটির দলটিকে ভারতে পরীক্ষার জন্য নির্ধারিত করোনাভাইরাস বিরুদ্ধে টিকা তৈরির ক্ষেত্রে বড় অগ্রণী হিসাবে দেখা যাচ্ছে।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুই দিনের সফরে আজ ঢাকায় এসেছেন।
মাসুদ বলেন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি ভারতের সঙ্গে ট্রান্সশিপমেন্ট ও রেলওয়ে সহযোগিতার মতো অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়েও তিনি আলোচনা করতে চান।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে যদি কোন অগ্রগতি হয় তাহলে আমরা একে অপরকে সর্বশেষ অবস্থা অবহিত করবো।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code