যারা ট্রল করছেন একবারও ভেবে দেখলেন না

প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

যারা ট্রল করছেন একবারও ভেবে দেখলেন না

|| বনানী চৌধুরী সীমা || ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০২০ : রাগ করবো নাকি হতাশায় ভুগবো বুঝতে পারছি না।

সারাদিন নেট স্লো, তারপরও যতটুকু সময় পাই ডিএসবি আর উইতেই সময় দেই।আজ সারাদিন আপনারা শিক্ষিত, সচেতন মানুষরা আমাদের উদ্যোক্তাদের নিয়ে ট্রল করে গেলেন।
বলতে পারেন , কে আপনার পাকা কলা গাছে মই দিয়েছে?

আপনারা কি এই ৭ লক্ষ পরিবারের দায়িত্ব নিয়েছিলেন যখন কোভিড এ অনেকের পরিবারে একজন রোজগারের চাকুরী চলে যায়, একবেলা খাবার দিয়েছিলেন তাদের নাকি যারা কষ্ট করে একটাকাও উইতে না দিয়ে নিজের ধৈর্য্য, পরিশ্রম দিয়ে টাকা রোজগার করে পরিবারের বিপদে এগিয়ে এসেছে।

একটু ভেবে বলুনতো কি করেছে তারা, আমি, আমরা আপনাদের।

এতো বড় বড় প্রতিষ্ঠান বা আপনজন যখন এগুলো করছে তখন নিজের দেখতে খারাপ লাগে।

রং, বিশ্বরং, আড়ং, দেশীদশ এগুলোতে যা পান, তা আপনারা একসাথে ঘরে বসে উইতে পাচ্ছেন।

যারা ট্রল করছেন একবারও ভেবে দেখলেন না আপনার আত্নীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কিছু না কিছু করে নিজের খরচ নিজেই বহন করছে। কোভিড এ চাকুরীর অবস্থা খুব খারাপ। তাই নিজে স্বাবলম্বী হতে দোষ কি ?
#
বনানী চৌধুরী সীমা
সত্ত্বাধিকারী
বঙ্গজ
bangaj.bd

এ সংক্রান্ত আরও সংবাদ