দীর্ঘ ৬০ বছর পর গুরু শিষ্যর দেখা

প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০

দীর্ঘ ৬০ বছর পর গুরু শিষ্যর দেখা

Manual4 Ad Code

টিপু চৌধুরী || হবিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ২০২০ : দীর্ঘ ৬০ বছর পর গুরু শিষ্যর দেখা। বৃন্দাবন কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মশাজান চানপুরের রহমান মাসুদ ভাই ৪০ বছর সৌদিআরবে থেকে এখন ঢাকায় স্হিতু হয়েছেন। পরশু হবিগঞ্জে এসেই ছুটে যান উনার প্রিয় শিক্ষক ৯৭ বছরের অরবিন্দ দাশকে দেখতে। ৬০ বছর পর ছাত্র শিক্ষক মিলনের এই আবেগঘন মুহূর্তটি মোবাইলে ধারণ করি গত বছর। ছবিটি ফেবু’র কল্যানে পাওয়া।