ছেলে সন্তানের বাবা হলেন কবি সৈয়দ নোমান অাজমী

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

ছেলে সন্তানের বাবা হলেন কবি সৈয়দ নোমান অাজমী

বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ১১ নভেম্বর ২০২০ : ছেলে সন্তানের বাবা হলেন লিটল ম্যাগ ‘কন্ঠস্বর’-এর সম্পাদক ও অারপি নিউজের সহযোগী সম্পাদক কবি সৈয়দ নোমান অাজমী। অাজ ১১ নভেম্বর ২০২০ বুধবার রাত ১০টায় তিনি প্রথম সন্তানের জনক হন।

নরসিংদীস্থ শ্বশুরবাড়ি থেকে ছেলে সন্তানের বাবা হওয়ার সংবাদটি মুঠোফোনে অামাদের নিশ্চিত করেছেন কবি সৈয়দ নোমান অাজমী।

কবি সৈয়দ নোমান অাজমী সাপ্তাহিক জা’অাল হক-এর উপদেষ্টা ও অাহলে সুন্নত ওয়াল জামাতের প্রয়াত সভাপতি মুফতি অাজম সাইয়্যেদুনা অাবুতাহের রহমান পুরী (রহ)-এর ৪র্থ সন্তান। এছাড়াও তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামানের ছোট ভাই।