অনলাইন বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো “ফটোগ্রাফি”?

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

অনলাইন বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো “ফটোগ্রাফি”?

Manual6 Ad Code

|| মীম প্রধান || ঢাকা, ২৭ নভেম্বর ২০২০: ?অনলাইন বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফটোগ্রাফি।  কেননা এখানে অফলাইনের মতো সামনে থেকে নিজ চোখে দেখার কোনো সুবিধা নেই। তার ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে হলে সুন্দর  ফটোগ্রাফির বিকল্প নেই।

?ছবিতে পণ্যের স্বাভাবিক রং কিছুটা ১৯/২০ হতে পারে। তাই বলে ছবিকে স্বাভাবিকের তুলনায় অতিরঞ্জিত করে তোলা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কেননা তাতে করে পণ্য হাতে পাওয়ার পর ছবির সাথে আপনার পণ্যের মিল না থাকায় ক্রেতা অসন্তুষ্টিতে ভুগবেন।

Manual7 Ad Code

?এভাবে আপনার পণ্য বিক্রি হলেও রিপিট কাস্টমার যে কখনোই পাবেন না, তা শতভাগ নিশ্চিত।

Manual6 Ad Code

?আমি গাইবান্ধার মেয়ে।  মিরপুর থাকি
? বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি
? মীম প্রধান
? ভবিষ্যৎ উদ্যোক্তা

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code