ঘুড়ি উৎসব ঢাকাবাসীর মনে আনন্দ-উল্লাস সৃষ্টি করেছে: মেনন

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

ঘুড়ি উৎসব ঢাকাবাসীর মনে আনন্দ-উল্লাস সৃষ্টি করেছে: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট || ঢাকা, ১৪ জানুয়ারি ২০২১ : “এই করোনাকালে বিষন্ন সময়ে পৌষ সংক্রান্তি এই ঘুড়ি উৎসব ঢাকাবাসীর মনে আনন্দ-উল্লাস সৃষ্টি করেছে।” ঢাকা-৮ আসনের সংসদীয় নির্বাচনী এলাকার ১১ ও ১২ নং ওয়ার্ডের ঘুড়ি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন।

১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার ৮ আসনের উপরোক্ত দুই ওয়ার্ডের ঘুড়ি উৎসব উদ্বোধন করেন তিনি।

ঘুড়ি উৎসবের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে অভিনন্দন জানিয়ে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, পৌষ মাস আনন্দের মাস, পিঠা-পুলির মাস মানুষ এখন আর শীতে কাতর হয়ে পড়ে না, তাদের এখন আর পুরনো গরম কাপড় কিনতে হয় না।

ঢাকার এই ঐতিহ্য ফিরিয়ে আনতে মেয়রের এই উদ্যোগ সর্বমহলে প্রসংশিত হয়েছে।

নিজের দেশের কাপড় এখন তাদের শীতের প্রয়োজন মেটায়।

ঘুড়ি উৎসব আয়োজন করার জন্য ঢাকা-৮-এর সব কাউন্সিলদের অভিনন্দন জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

এ সংক্রান্ত আরও সংবাদ