সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১
বিশেষ প্রতিনিধি || চট্টগ্রাম, ২২ মার্চ ২০২১: সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলাও লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ যুবমৈত্রীর, চট্টগ্রাম জেলার উদ্যেগে ২১ মার্চ ২০২১ বিকেল ৪ ঘটিকায় এক বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চেরাগি পাহাড় চত্ত¡রে শেষ হয়। মিছিল উত্তর বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবমৈত্রী সহসভাপতি যুবনেতা আবুল মনছুর।
সমাবেশে বক্তারা বলেন,” স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রাক্কালে শাল্লায় এমন সাম্প্রদায়িক তান্ডব মূলত একটি স্বাধীনতার চেতনাপরিপন্থী কর্মকান্ড। যে আকাক্সক্ষার ভিত্তিতে ৭১’ এর মহান মুক্তিযুদ্ধ এবং ৭২’ এর সংবিধান প্রণীত হয়েছিল স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর রাজনৈতিক – সামাজিক ব্যানারে আস্ফালন এবং ঘৃণ্য হামলা – লুটপাট সে আকাক্সক্ষার জায়গা থেকে এদেশকে ক্রমাগত দূরে সড়িয়ে নিয়ে যাচ্ছে। কখনো জামাত- হেফাজত কিংবা কখনো সরকারি দলের নামধারী এসকল মৌলবাদী চক্র এদেশকে একটি জঙীবাদী-অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারায় লিপ্ত। স্বাধীনতার নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকারের সকল অর্জন এমন জঙিবাদী কর্মকান্ডের কারনে জনমনে হতাশার সৃষ্টি করছে। এ ঘৃণ্য হামলার হুকুমদাতা মামুনুল গংরা এখনো বহাল তবিয়তে।এ অবস্থায় যুবসমাজ এমন সাম্প্রদায়িক নারকীয় দাঙা হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুত। “
সমাবেশে বক্তারা মামুনুল গং সহ হামলায় অংশগ্রহণকারি প্রত্যেক সাম্প্রদায়িক জঙীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য অধ্যাপক শিবু দাশ,জেলা যুবমৈত্রীর সহ সভাপতি অরণ্য অনিমেষ,সহ সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আবদুল্লাহ, যুবনেতা অভিজিৎ দাশ, প্রকাশ শিকদার, সাইফুদ্দিন সুজন, ইউনুস ফয়সাল প্রমূখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D