হেফাজতের তান্ডবের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির মহানগরের উদ্যোগে ঢাকায় মশাল মিছিল

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১

হেফাজতের তান্ডবের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির মহানগরের উদ্যোগে ঢাকায় মশাল মিছিল

Manual2 Ad Code

ঢাকা, ২৮ মার্চ ২০২১ : ওয়ার্কার্স পার্টির ঢাকা সিটির উদ্যোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চলাকালীন হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে সন্ধ্যা ৬টায় তাৎক্ষণিক মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে আবার ওয়ার্কার্স পার্টি অফিসে এসে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সন্পাদক কিশোর রায়,কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন,ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন ,যুব মৈত্রী সহসভাপতি মোহাম্মদ তৌহিদ, কায়সার আলম,মাহবুব তরুণ, বেলাল বাঙালি, ছাত্র মৈত্রী সাবেক সভাপতি ফারুক আহমেদ রুবেল, হিসাম খান ফয়সাল সহ ওয়ার্কার্স পার্টি ছাত্র যুব মৈত্রীর নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপলক্ষে মৌলবাদী গোষ্ঠীর তান্ডবে পুলিশের ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১১জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Manual1 Ad Code
Manual5 Ad Code