সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মে ১০, ২০২০
তালা (সাতক্ষীরা), ১০ মে ২০২০ : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় প্রথম শ্রেণীর ছাত্র চা বিক্রেতা শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর শিশুটির ভাঙ্গের চাকা ঘুরতে শুরু করেছে। ইতিমধ্যে তার সহযোগিতায় হাত বড়িয়েছেন ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
সংবাদটি দেখে বসে থাকতে পারেননি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্যর ও সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) আসনের জননন্দিত সংসদ সদস্য এডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
তিনি “অনিকদের জন্য উদ্যোগ” সংগঠনের পক্ষ থেকে ঐ শিশুটি ও তার মাকে পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেকে নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। শিশুটি ঐ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
তিনি বলেন, আজ থেকে ঐ বাচ্চাটি সমস্ত লেখাপড়ার খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করবেন। তাছাড়া যেকোন সমস্যায় তার পাশে থাকবেন বলে ঘোষণা দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন এমপি এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লার সহধর্মিণী নাসরিন খানম লিপি, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রব পলাশসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও তালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D