করোনাকালে শিশুদের বিষয়ে মনোযোগী হওয়া উচিত: বাদশা

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০

করোনাকালে শিশুদের বিষয়ে মনোযোগী হওয়া উচিত: বাদশা

রাজশাহী, ১২ মে ২০২০: “করোনা কালে শিশুদের বিষয়ে সবার আরও বেশি মনোযোগী হওয়া উচিত। শিশুরা যেন কোনোভাবেই খাদ্যের সংকটে না পড়ে সেটি নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা এবং বিত্তবানদের এগিয়ে আসা দরকার।” মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজশাহী মহানগরীর মীরেরচক এলাকায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি শিশুখাদ্য বিতরণের পর সাংবাদিকদের এসব কথা বলেন।

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, এই মহাদুর্যোগের সময় বিশেষভাবে শিশুদের ব্যাপারে মনোযোগী হওয়া উচিত। তাই আমাদের কর্মসূচির মধ্যে শিশুদের খাদ্যের প্রশ্নে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি।

মীরেরচক এলাকায় এই শিশুখাদ্য বিতরণের আয়োজন করে। সামাজিক দূরত্ব মেনে সেখানে ২০০ শিশুর মায়ের হাতে গরুর দুধ, চিনি, ডিম, সুজি, পোলাও চাল ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেয়া হয়।

এ সময় ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাজমুল করিম অপু, সদস্য সীতানাথ বণিক, অসিত পাল, নগর ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান অহি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ