আগামীকাল ভাষা সৈনিক ও প্রবীণ সাংবাদিক সাদেক খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মে ১৫, ২০২০

আগামীকাল ভাষা সৈনিক ও প্রবীণ সাংবাদিক সাদেক খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী

Manual3 Ad Code

সৈয়দ নোমান অাজমী, ঢাকা, ১৫ মে ২০২০ : আগামীকাল ১৬ মে শনিবার ভাষা সৈনিক ও প্রবীণ সাংবাদিক সাদেক খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ মে বারিধারার নিজ বাসভবনে তিনি ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।সাদেক খান ১৯৩৩ সালের ২১ জুন মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। ওই সময় তার পিতা সাবেক পাকিস্তানের জাতীয় পরিষদের স্পীকার মরহুম আবদুল জব্বার খান মুন্সীগঞ্জে কর্মরত ছিলেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। সাদেক খান ছিলেন পরিবারের জ্যেষ্ঠ সন্তান। তার অন্য ভাই-বোনরা হলেন সাবেক মন্ত্রী কবি আবু জাফর ওবায়দুল্লাহ, প্রখ্যাত সাংবাদিক এনায়েতুল্লাহ খান, সাবেক মন্ত্রী সেলিমা রহমান, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এবং ইংরেজি দৈনিক নিউএজ প্রকাশক শহিদুল্লাহ খান বাদল প্রমুখ।
জনাব সাদেক খান ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সাংগঠনিক নেতৃত্বের ভূমিকায় লিপ্ত হয়ে কেন্দ্রীয় সংগ্রাম কমিটির সভা থেকে গ্রেফতার হন এবং একমাস কারাভোগ করেন। ১৯৫৫ থেকে ৫৭ সাল পর্যন্ত তিনি দৈনিক সংবাদ পত্রিকায় সহ-সম্পাদক পদে কাজ করেন। এরপর তিনি চলচ্চিত্র জগতে ব্যস্তসময় অতিবাহিত করেন, ‘নদী ও নারী’ তার কালজয়ী চলচ্চিত্র। সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। তিনি সাপ্তাহিক হলিডে পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি নিয়মিত সংবাদত্রে কলাম লিখতেন। সাদেক খান স্ত্রী, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual2 Ad Code

সাদেক খান

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code