ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রস্তুতির জন্য শ্রীমঙ্গলে প্রশাসনের জরুরী সভা

প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রস্তুতির জন্য শ্রীমঙ্গলে প্রশাসনের জরুরী সভা

অাজম মিজান, শ্রীমঙ্গল, ২০ মে ২০২০ : সুপার ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শ্রীমঙ্গলে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি, উপজেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ। এছাড়াও ইউনিয়ন চেয়ারম্যানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় করোনার কারনে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা, ভলান্টিয়ারদের সার্বক্ষনিক প্রস্তুত থাকা, গর্ভবর্তী মহিলা, শিশু ও প্রতিবন্ধিদের আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করা, মেডিকেল টিম প্রস্তুত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূূর্ণ সিদ্ধান্ত হয়। এছাড়াও প্রতিটি ইউনিয়ন পর্যায়ে দূর্যোগ প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ