ঘুমাও শান্তিতে জামিল আকতার রতন আমরা জেগে আছি অবিচল

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২০

ঘুমাও শান্তিতে জামিল আকতার রতন আমরা জেগে আছি অবিচল

Manual1 Ad Code

।। নুর আহমদ বকুল।। ২৯ মে ২০২০ : আগামী ৩১ মে শহীদ ডাক্তার জামিল আকতার রতনের ৩২তম মৃত্যু বার্ষিকী। রাজশাহী মেডিকেল কলেজে মেইন হোস্টেলের দক্ষিন পশ্চিম কোনে ইন্টারর্নী হোস্টেলের সামনে দিন দুপুরে খুন হন।মানে হত্যা করা হয়। এইহত্যাকান্ড ঘটিয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী ধর্মান্ধ ফ্যাসিষ্ট জামায়াত ইসলামের খুনী বাহিনী ইসলামী ছাত্র শিবির।খুনীরা জামিল আকতার রতনকে তরবারি দিয়ে জবাই করে “নারায়ে তাকবির আল্লাহু” শ্লোগান দিয়ে নিজেরা পরস্পর আলিঙ্গন করেছিলো ও একে অপরেরগালে চুম্বন করেছিলো।তদের এই পৈশাচিকতার আনন্দের উৎস ছিল তারা একজন কাফের মুরতাদকে হত্যা করতে পেরেছে কেননা জামিল ছাত্রমৈত্রী করতো এবং কমিউনিষ্ট মতাদর্শে বিশ্বাস করতো, কমিউনিস্ট ছিলো। ঐ সময় কালে ১৯৮৮সনে ৩১মে এই রাজনৈতিক হত্যা কান্ডটি দেশ ও দেশের বাইরে তীব্রঘৃণা,প্রতিবাদ ও আলোড়ন তুলেছিলো। জামিলের মৃত্যুর প্রায় পৌনে দুমাস আগে আমরা বামপন্থী ছাত্র আন্দোলনের দুটি সংগঠন বাংলাদেশ বিপ্লবী ছাত্র মৈত্রী ও বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রী নাম ধারণ করি। ১৯৮৮ সনের ৭-৮ এপ্রিল প্রগতিশীল ছাত্র আন্দোলনে এই ঐক্য এক নতুন মাত্রার প্রণোদনা তৈরি করে।কর্মীদের আদর্শবোধ ও সাহসকে আর বাড়িয়ে তোলে। সামরিক শাসন ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্রআন্দোলন আরও বেগবান হয়ে উঠে।নতুন ঐক্যবদ্ধ ছাত্রসংগঠনে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হই এবং প্রথম সাংগঠনিক সফর করি রাজশাহী। রাজশাহী ছিলো আমার আপন শহর। ১৯৭৭ -১৯৮৪ এইসময় কালে জিয়া এরশাদ বিরোধী দুটি সামরিক শাসন ও তাদের সহযোগী জামায়াত শিবির বিরোধী লড়াই সহ আমার শিক্ষা জীবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান ছিলো।ছাত্রমৈত্রী সহ আন্যান্য বাম প্রগতিশীল ছাত্র আন্দোলনের কর্মীরা অনেকেই আমার পরিচিত ছিল।রাজশাহী মেডিকেলে আমার পূর্বের সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়নের কমিটি থাকার সুবাদে মেডিকেল কলেজটিও ছিলো আমার আপন জায়গা।বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হয়ে হলে সিট পাইনি প্রায় সাতমাস মেডিকেল মেইন হোস্টেলে কাটিয়েছি।ঐসময়কালে বিপ্লবী ছাত্র মৈত্রী সংঠনটিও খুবই সাহস ভরা তারুণ্যের শক্তিশালী সংগঠন ছিলো।সংগঠনের কলেবর বৃদ্ধি এবং সাংগঠনিক যোগ্যতা নিয়ে জামিল যখন সভাপতি হন তখন একটি লড়াকু প্রতিবাদী ছাত্রসংঠন হিসেবে ছাত্র মৈত্রীকে অনেকেই ঈর্ষা করতে শুরু করেছে। ছাত্রমৈত্রীর নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আমার সফরের তৃতীয় দিন ১৯এপ্রিল ১৯৮৮ সনে সন্ধ্যায় মেডিকেল ক্যম্পাসে যাই।জামিল কর্মী সহযোগে আমাকে বরণ করে।সুন্দর সুশ্রী মায়াবী চেহারার জামিল তার ইউনিটের সাংগঠনিক তৎপরতার কথা বলার জন্য যেন ব্যকুল হয়ে উঠেছে।আমি বললাম যেহেতু রাত দশটায় কর্মীসভা সেখানেই না হয় সব শুনবো।মনে হলো যেন ও খুশি হতে পারলো না আমার উত্তরে।আমার ট্রাভেল ব্যাগটি তখনো ওর হাতে ধরা। তখনই আবার সে বলে উঠলো তাহলে চলেন ক্যাম্পাসে যায় আমাদের দেওয়াল লিখন ও মুরাল গুলো দেখবেন। আমার ব্যাগটি কোন এক কর্মীর মাধ্যমে রুমে পাঠিয়ে দিলো।আমরা বেরিয়ে পড়লাম। সিড়ি দিয়ে নামতেই দোতলায় পুব পাশের দেওয়ালে একটি মুর‍্যাল আকাঁ হয়েছে।পশ্চিম দিক অর্থাৎ বন্ধগেটের দিকে দোতালায় সানসেডের উপরদিয়ে দেওয়াল লিখন(চিকামারা) দেখে,মেয়েদের হোস্টেল গেট একাডেমি বিল্ডিং হাসপাতাল দেওয়াল দেখে আবার মেইন হোস্টেলে ফিরলাম।চিকা ও মুরাল দেখার প্রতিটি মুহূর্তে ওর বর্ণণা,মুরাল আকাঁর আনন্দ ও কৃতৃত্বে বারবার ঝলসে উঠছে।আমিও জীবনে বহুচিকা ঝুকিনিয়ে চ্যালেন্জ নিয়ে লিখেছি। দেওয়াল লেখা,পোষ্টার সাটানো শ্লোগান দেওয়া এ গুলি আদর্শ তাড়িত কাজ।জামিলকে আমি ঐ দিনই চিনেছিলাম কি অভুতপূর্ব আর্দশিক মনোভাব নিয়ে ও লড়ছে দৃষ্টান্ত তৈরি করছে। যথারীতি রাতে কর্মীসভা হলো। উদ্দীপনা নিয়ে কর্মীরা যে যার রুমে চলে গেলো।খেতে খেতে রাত্রি প্রায় একটা।জামিল কর্মী সভাতেই তার ক্যাম্পাস রাজনীতিতে অন্যান্য দল গুলির কথা তুলে ধরেছিল।মৈত্রীর কারা মিত্র,কারাশত্রু,কারা ঐক্য বদ্ধ ছাত্র আন্দোলনে চালাকি করছে।খাও য়ার পরে ভবিষ্যতে করণীয় নিয়ে ওর পরিকল্পনা আলোচনা করতে লাগলো। শিবিরের দিক থেকে বিপদ আসতে পারে তেমনটি আলোচনা সে দিন সে তুলেনি। তবে চিকা লেখা নিয়ে একটাছোট খাট বচসা হয়ছিলো সে কথাটি বলেছিলো।যেহেতুঐ ক্যাম্পাসে সব সময় একটা টানটান রাজনীতি চলতো আমার অভিজ্ঞতায় তাকে চোখকান খোলা রেখে চলতে বলেছিলাম। রাত চারটে অবধি ওর সংগে গল্প করেছিলাম।গল্প যেন শেষ হয়না।সকাল ৭টায় আমার ঢাকা ফেরার বাস ছিলো।আমাকে বাসে তুলে দিতে আসার সময় অনুরোধ করেছিলো সময় নিয়ে আসতে হবে। খুব শীঘ্রী ক্যাম্পাসে বড় সম্মেলন হবে আমাকে অতিথি হতে হবে।বাস ছেড়ে দিলো জামিল হাত নেড়ে উইশ করতে থাকলো।(অসমাপ্ত)।

Manual4 Ad Code

নুর আহমদ বকুল
সাবেক সভাপতি
বাংলাদেশ ছাত্র মৈত্রী

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code