প্লাজমা থেরাপিতেও বাঁচানো গেল না ঢাবি শিক্ষক অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদকে

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুন ১, ২০২০

প্লাজমা থেরাপিতেও বাঁচানো গেল না ঢাবি শিক্ষক অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদকে

Manual2 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়, ০১ জুন ২০২০ : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ, যাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এ শিক্ষক রোববার রাত সোয়া ৮টার দিকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে মারা যান।
তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।
তিনি বলেন, “আমরা খুবই শোকাহত, আমাদের একজন শিক্ষক আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।”
নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম কর্মরত কোনো শিক্ষক মারা গেলেন। দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতোমধ্যে ছয়শ ছাড়িয়েছে।
অধ্যাপক শাকিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশে শিক্ষকদের কোয়ার্টার অধ্যাপক আবুল খায়ের ভবনে থাকতেন।
প্রক্টর গোলাম রব্বানী বলেন,“আইসিইউ, ভেন্টিলেশন আর সকল ধরনের চিকিৎসা সুবিধার সাথে তাকে তিন দিন আগে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল। তারপরও বাঁচানো সম্ভব হয়নি।”
কোভিড-১৯ রোগের চিকিৎসায় সুস্থ হওয়া ব্যক্তিদের দেহ থেকে রক্তরস বা প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশেও সম্প্রতি শুরু হয়েছে।
এর মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হয়ে তা সেরে ওঠায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তবে সম্প্রতি চট্টগ্রামে প্লাজমা থেরাপি নেওয়া এক কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটে।

Manual1 Ad Code

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code