সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০
সৈয়দ অারমান জামী, ১৬ জুন ২০২০ : বিসিএস সম্পর্কে নিম্নে বিস্তারিত (A to Z of BCS) অালোচনা করা হলো : ☑ বিসিএস এ আবেদন করার যোগ্যতা
☑ প্রিলি, রিটেন ও মৌখিক সিলেবাস
☑ বইয়ের লিস্ট
☑ ক্যাডারসমূহ
✔ বিসিএস নিয়ে আপনার মনের সকল প্রশ্নের অবসান হবে।
★ বিসিএস এ আবেদন করার শিক্ষাগত যোগ্যতাঃ-
এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যেকোন
দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং ১ টি তৃতীয়
শ্রেণী বা সমমান। এর নিচে হবে না।
তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে।
আপনারা হয়তো ভাবছেন জিপিএ বা সিজিপিএ দের
পয়েন্ট কিভাবে হিসেব করা হবে?
Ssc এবং Hsc এর ক্ষেত্রেঃ
৩ বা তদুর্ধ্ব =প্রথম শেণী
২ থেকে ৩ এর কম=দ্বিতীয় শ্রেণী
১ থেকে ২ এর কম=তৃতীয় শ্রেণী
অনার্সের ক্ষেত্রেঃ
৩ বা তদুর্ধ্ব =প্রথম শ্রেণী
২.২৫ থেকে ৩ এর কম=দ্বিতীয় শ্রেণী
১.৬৫ থেকে ৩ এর কম=তৃতীয় শেণী
তথ্যসূত্রঃ বাংলাদেশ ব্যাংক
➡বিসিএসের জন্য যে ? বইগুলো কিনবেনঃ
১. বাংলা ও বাংলা ২য়ঃ জর্জ এর mp3
২. ইংরেজীঃ Emglish for compitative exam ও সাহিত্যের
জন্য মিরাকল/mp3 ইংলিশ রিভিও
৩. গণিতঃ যদি কম বোঝেন তাহলে ওরাকল আর ভাল বুঝলে
প্রফেসরস বিসিএস স্পেসাল।
৪. বিজ্ঞানঃ mp3
৫. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ easy computer
৬. অন্য বিষয়গুলোর জন্য যেকোন প্রকাশনীর বই কিনতে পারেন।
✔ সাথে কিনতে ? পারেনঃ
১. লাল নীল দীপাবলি
২. ক্যারেন্ট অ্যাফেয়ার্স ও সালতামামি
৩. সংখ্যাতত্ত্ব
৪. ছোটদের সংবিধান
৫. সৌমিত্ব শেখরের সাহিত্য জিজ্ঞাসা
৬. পিসিদাস বা জাকির হোসেনের গ্রামার
৭. নবম দশম শ্রেণীর বোর্ডের বাংলা ২য়
৮. প্রফেসরস জব সল্যুশনস
৯. প্রফেসরস মডেল কোয়েশ্চিন্স
১০. অ্যাসুরেন্স ডাইজেস্ট
✔✔ কোচিং ? করবেন নাকি করবেন না?
যদি নিজ দায়িত্ব নিয়ে সিলেবাস ? ভাগ করে রুটিন করে
পড়তে পারেন তবে কোচিং করার প্রয়োজন নেই। তবে
সেটা না পারলে করতে পারেন। কনফিডেন্স বা ওরাকল
অথবা যেকোন কোচিং যেটা আপনার ভাল মনে হয়।
★ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ? এবং
⚓ মানবন্টন।
? সর্বমোট ২০০ নম্বর
১) বাংলাঃ ৩৫
?ভাষা – ১৫
?সাহিত্য – ২০
২) ইংরেজিঃ ৩৫
?ভাষা – ২০
?সাহিত্য – ১৫
৩) বাংলাদেশ বিষয়াবলীঃ ৩০
▶বাংলাদেশের জাতীয় বিষয়াবলী – ০৬
▶বাংলাদেশের কৃষিজ সম্পদ – ০৩
▶বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারী – ০৩
▶বাংলাদেশের অর্থনীতি – ০৩
▶বাংলাদেশের শিল্প ও বাণিজ্য – ০৩
▶বাংলাদেশের সংবিধান – ০৩
▶বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা- ০৩
▶বাংলাদেশের সরকার ব্যবস্থা – ০৩
▶বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য – ০৩
৪) অান্তর্জাতিক বিষয়াবলীঃ ২০
?সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ – ০৪
?বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা
ভূরাজনীতি – ০৪
➡আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্টীয় ক্ষমতা
সম্পর্ক – ০৪
✔ আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও রাষ্টনীতি – ০৪
✔ আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনীতি – ০৪
৫) ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১০
৬) বিজ্ঞানঃ ১৫
? ভৌত বিজ্ঞান -০৫
? জীব বিজ্ঞান – ০৫
? আধুনিক বিজ্ঞান – ০৫
৭) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ ১৫
?কম্পিউটার – ১০
?তথ্যপ্রযুক্তি – ০৫
৮) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাঃ ৩০
গাণিতিক যুক্তিঃ ১৫
?পাটিগণিত – ০৩
?বীজগণিত – ০৬
?জ্যামিতি – ০৩
?পরিসংখ্যান ও অন্যান্য – ০৩
মানসিক দক্ষতাঃ ১৫
৯) নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনঃ ১০
?? বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের সংখ্যা ২৭টি।
ক্যাডার গুলো হলঃ
১. বিসিএস(প্রশাসন)
২. বিসিএস (খাদ্য)
৩. বিসিএস (কৃষি)
৪. বিসিএস (বন)
৫. বিসিএস (মৎস্য)
৬. বিসিএস (পশুপালন)
৭. বিসিএস (সাধারণ শিক্ষা)
৮. বিসিএস (কারিগরি শিক্ষা)
৯. বিসিএস (অর্থনীতি)
১০. বিসিএস (বাণিজ্য)
১১. বিসিএস (পরিসংখ্যান)
১২. বিসিএস (গণপূর্ত)
১৩. বিসিএস (জনস্বাস্থ্য ও প্রকৌশল)
১৪. বিসিএস (সড়ক ও জনপথ)
১৫. বিসিএস (নিরীক্ষা ও হিসাব)
১৬. বিসিএস (শুল্ক ও আবগারী)
১৭. বিসিএস (কর)
১৮. বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)
১৯. বিসিএস (স্বাস্থ্য)
২০. বিসিএস (পরিবার পরিকল্পনা)
২১. বিসিএস (তথ্য)
২২. বিসিএস (ডাক)
২৩. বিসিএস (পুলিশ)
২৪. বিসিএস (আনসার)
২৫. বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
২৬. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
২৭. বিসিএস (সমবায়)
? লিখিত ও ? মৌখিক পরীক্ষার ? বিষয়সমূহ ও নম্বর বণ্টন :
মোট নম্বর ১১০০ (মৌখিক পরীক্ষাসহ)
(১) সাধারণ ক্যাডারের জন্য :
বিষয় নম্বর
(ক) বাংলা ২০০
(খ) ইংরেজী ২০০
(গ) বাংলাদেশ বিষয়াবলি ২০০
(ঘ) আন্তর্জাতিক বিষয়াবলি ১০০
(ঙ) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
(মানসিক দক্ষতা পরীক্ষার MCQ Type ৫০টি প্রশ্ন থাকবে।
প্রার্থী মানসিক দক্ষতা বিষয়ের প্রতিটি শুদ্ধ উত্তরের
জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য
০.৫০ নম্বর কাটা যাবে)
(চ) সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০
(ছ) মৌখিক পরীক্ষা ২০০
সর্বমোট = ১১০০
(২) প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারের জন্য :
বিষয় নম্বর বণ্টন
(ক) বাংলা ১০০
(খ) ইংরেজী ২০০
(গ) বাংলাদেশ বিষয়াবলি ২০০
(ঘ) আন্তর্জাতিক বিষয়াবলি ১০০
(ঙ) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
(মানসিক দক্ষতা পরীক্ষার MCQ Type ৫০টি প্রশ্ন থাকবে।
প্রার্থী মানসিক দক্ষতা বিষয়ের প্রতিটি শুদ্ধ উত্তরের
জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য
০.৫০ নম্বর কাটা যাবে)
(চ) সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়
২০০
(ছ) মৌখিক পরীক্ষা ২০০
সর্বমোট = ১১০০
বি. দ্র. : যে সকল প্রার্থী সাধারণ ও প্রফেশনাল/
টেকনিক্যাল উভয় ক্যাডারের পদের জন্য পছন্দ দিতে
ইচ্ছুক তাদেরকে সাধারণ ক্যাডারের ৯০০ নম্বরের
অতিরিক্ত ২। চ)“সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য
প্রাসঙ্গিক” একক বিষয়ের ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত
পরীক্ষা দিতে হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D