মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড তাপসের ফেসবুক অাইডি উদ্ধার

প্রকাশিত: ৭:৩৯ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০

মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড তাপসের ফেসবুক অাইডি উদ্ধার

মৌলভীবাজার, ১৯ জুন ২০২০: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস কুমার ঘোষের ফেসবুক অাইডি কে বা কাহারা হ্যাকড করে ফেলেছিল। আজ ভোর ৫.৩০ মিনিট থেকে ১১.৩০ পর্যন্ত দীর্ঘ ৬ ঘন্টা হ্যাকারদের দখলে ছিল কমরেড তাপসের আইডি। ফেইসবুকের সিকিউরট টিমের যথেষ্ট তৎপরতায় ৪০ মিনিটের অক্লান্ত পরিশ্রমের পর ছাগুদের কাছ থেকে কমরেড তাপসের আইডিটি তার নিয়ন্ত্রনে আসে। ৬ ঘন্টার মধ্যে যদি কমরেড তাপসের আইডি থেকে কোন এসএমএস বা কমেন্টস কারো কাছে গিয়ে থাকে তা তার আজানা।

কমরেড তাপসের ফেসবুক অাইডি উদ্ধার হওয়ায় ফেইসবুকের সিকিউরট টিমকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।