বিএসএমএমইউ-এর চিকিৎসক নুজহাত চৌধুরী ও মামুন আল মাহতাব স্বপ্নীলের করোনা পজিটিভ

প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০

বিএসএমএমইউ-এর চিকিৎসক নুজহাত চৌধুরী ও মামুন আল মাহতাব স্বপ্নীলের করোনা পজিটিভ

Manual1 Ad Code

ঢাকা, ১৯ জুন ২০২০: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত এক চিকিৎসক দম্পতি সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছে। ওই দম্পতি হলেন, হাসপাতালের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। তাদের ১৪ বছরের অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেও করোনায় আক্রান্ত হয়েছে।

Manual8 Ad Code

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব নিজেই অারপি নিউজকে বিষয়টি জানান। তিনি বলেন, ‘গত চারদিন ধরে আমি করোনায় আক্রান্ত, স্ত্রী নুজহাত আর ছেলেটা তিন দিন ধরে। আমরা বাসাতেই আছি, তেমন কোনও শারীরিক সমস্যা নেই।’

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ‘আমাদের কোনও লক্ষণ উপসর্গ ছিল না। তবে কিছু সমস্যা দেখতে পেয়ে পরীক্ষা করাতে দেই। এরপর রিপোর্টে করোনা পজিটিভ আসে। আমরা যাতে দ্রুত সুস্থ হতে পারি সবাই দোয়া করবেন।’

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী একাত্তরে শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে। একইসঙ্গে এই দম্পতি ঘাতক-দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির নেতা।

Manual5 Ad Code

এদিকে ঘাতক-দালাল নির্মূল চিকিৎসা সহায়ক কমিটির সভাপতি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল ও কলেজের পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়াও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code