আগামী ২ জুলাইয়ের মধ্যে সাহিত্য ম্যাগাজিন ‘বিপ্লবী গ্রানমা’য় ইমেইলে লেখা অাহবান

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২০

আগামী ২ জুলাইয়ের মধ্যে সাহিত্য ম্যাগাজিন ‘বিপ্লবী গ্রানমা’য় ইমেইলে লেখা অাহবান

সজিব তুষার, ২১ জুন ২০২০ : সুহৃদ,

শুভেচ্ছা জানবেন। সাহিত্যের ওয়েব ম্যাগাজিন বিপ্লবী গ্রানমার আত্মপ্রকাশ এবং প্রথম সংখ্যা “ফ্যাসীবাদ বিরোধী সংকলন” শিরোনামে প্রকাশের পরিকল্পনা হাতে নিয়েছি।

বিষয়ঃ কবিতা, ছোট গল্প, মুক্ত গদ্য, উপন্যাস, প্রবন্ধ, রম্য রচনা, গণসংগীত, আলোকচিত্র, প্রচ্ছদ, কার্টুন।

নিয়মঃ শিরোনাম সহ ১০ টি করে লেখা পাঠাবেন। নবীন লেখকদের অগ্রাধিকার থাকবে।

বিঃদ্রঃ আগামী ২ জুলাই ২০২০ তারিখের ভিতরে ইমেইলে জমা দিতে হবে।

ধন্যবাদান্তে,
সজিব তুষার,
সম্পাদক, বিপ্লবী গ্রানমা।
০১৭৭৯৫৫৪৮৩০
sajibtusar.poetry@gmail.com

এ সংক্রান্ত আরও সংবাদ