সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০
|| নাসরিন জে রানি || ২৪ জুন ২০২০ : আমার সমকালীন বিবিধ দেশি লেখাগুলো পড়তে মেকি মেকি লাগে আজকাল। আমাদের প্রকৃত জীবনের ছাপ কম পাই যেন তাতে; বিবিধ প্রকারের সিনথেটিক জীবনের দেখা মেলে বেশিরভাগ গল্প, উপন্যাস বা কবিতায়। কি এক বাজে পাঠক আমি!
এত কেন মন খারাপ হয় আমার! বাস্তব বা সহজ জীবনকে কেউ সহজে কেন লিখে যায় না গো!
কয়েকযুগ পরে তো আমরা মানুষ জাতি এমনি আর স্বাভাবিক,বাস্তব থাকবো না, তাই কি এখন থেকেই আমাদের লেখাগুলোতে ফুটে উঠছে??
আমি জানি না এর উত্তর, আমি হয়তো খুব সরল বা নিম্নবোধ সম্পন্ন সাহিত্যপ্রেমী।
এই যুগে খুব কম লেখক নিজেকে গলিয়ে গলিয়ে সাহিত্য রচনা করছেন, যতটা গলিয়ে দিচ্ছেন নিজেকে তার পেশা/জীবিকা/ অর্থ উপার্জনের প্রয়োজনে ও পরিবার লালন-পালনে আর অন্য কাজে।
সাহিত্য নিজেই এক আস্ত মনযোগী ও ত্যাগী জীবন কামনা করে, সাধারনের জীবন ছেড়ে শুধু তার হতে বলে, সেখানে তাকে ভিন্ন অন্য কোন প্রকারের নিয়মিত বা প্রাত্যহিক কাজ-কর্মে তুচ্ছ মনোযোগ দেওয়া সে একবিন্দু বরদাস্ত করে না; তাকে সামান্য অবহেলা করে আপনি তা করলে, তার ছাপ আপনার সৃষ্টিকর্মে থেকে যাচ্ছে। সাহিত্য যেন ফিনফিনে এক বালু ঘড়ি, গড়িয়ে চলে সময়ের সাথে, আপনি তাকে অনুসরন না করলে, দুর্ভাগা আপনি, সে কভু নয়।
-নাসরিন জে রানি
.
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D