সিলেট ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২০
|| মঈনুদ্দিন অাহমদ রাসেল || ঢাকা, ০৩ জুলাই ২০২০ : @ ভরা মৌসুমে পাটের দাম কম থাকে। কিন্তু তখন বিজেএমসি কেনে না। দাম বাড়ার পর তারা মাঠে নামে। অন্যদিকে বিপণন বিভাগের অদক্ষতার কারণে পাটপণ্যের দাম কম মেলে। পণ্য অবিক্রীত থাকে।@
সরকার পাটকল চালাতে পারছে না। বেসরকারি খাতের পাটকলগুলো ভালো করছে, বেড়েছে তাদের রপ্তানি আয়। মুনাফাও করছে। কিন্তু পাটের এই সুসময়েও সরকারের হাতে থাকা ২২টি পাটকলের সবগুলোই লোকসানে চলছে। প্রতিবছর জনগণের করের টাকা দিয়ে সরকারি পাটকলগুলো টিকিয়ে রাখা হচ্ছে।
সরকারি পাটকলে লোকসানের বড় কারণ কাঁচা পাট কেনায় অব্যবস্থাপনা ও দুর্নীতি। তারা পাট কেনে দেরিতে ও বেশি দামে। এ ছাড়া সরকারি পাটকলের উৎপাদনশীলতা কম, উৎপাদন খরচ বেশি, যন্ত্রপাতি পুরোনো এবং বেসরকারি খাতের তুলনায় শ্রমিকের মজুরি বেশি।
লোকসান ও অব্যবস্থাপনার কারণে সরকারি পাটকলগুলো প্রায়ই শ্রমিকদের মজুরি দিতে পারে না।
আপনারাতো রেল এবং বিমানে ও লোকসান দেন সুতারাং রেল ও বিমান ও বন্ধ করে দেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D