র‍্যাপিড পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক শেখর আর নেই: সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০

র‍্যাপিড পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক শেখর আর নেই: সৈয়দ অামিরুজ্জামানের শোক প্রকাশ

ঢাকা, ০৫ জুলাই ২০২০: র‍্যাপিড পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম শেখর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ২রা জুলাই, ভোর ৫টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশের সকল টিভি চ্যানেলের 24 ঘন্টার ভিডিও ফুটেজ, ডিজিটাল আর্কাইভের একমাত্র প্রতিষ্ঠান র‍্যাপিড পিআর-এর স্বত্বাধিকারী শেখর করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। সর্বশেষ তার রিপোর্ট নেগেটিভ এসেছিল।
শেখরের ছেলে সৌরভ মৃত্যুর সংবাদ জানিয়ে সকলের কাছে তার বাবার রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

র‍্যাপিড পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম শেখরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।