নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে রাশেদ খান মেননের শোক

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে রাশেদ খান মেননের শোক

ঢাকা, ১৩ জুলাই ২০২০: বিশিষ্ট শিল্পপতি, উদ্যোক্তা, যুমনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যুমনা টেলিভিশনের মালিক জনাব নুরুল ইসলাম বাবুলের অকাল প্রয়াণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

মেনন এক বিবৃতিতে বলেন, মুক্তিযুদ্ধ ও এরশাদ স্বৈরাচারবিরোধী সংগ্রামের সময় তার ভূমিকার কারণে দেশের গণতান্ত্রিক শক্তিসমূহের সাথে তার একটি গভীর সম্পর্ক গড়ে উঠে। যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন উদ্ভাবনী শিল্প প্রতিষ্ঠান গড়ায় তিনি অনন্য ভূমিকা পালন করেছেন।
মেনন তার স্ত্রী সালমা ইসলাম এমপিসহ পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে সৈয়দ অামিরুজ্জামানের শোক
দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতাসহ যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে তরীকত ফেডারেশন ও অাহলে সুন্নত ওয়াল জামাতের শোক
বিশিষ্ট শিল্পপতি, উদ্যোক্তা, যুমনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যুমনা টেলিভিশনের মালিক জনাব নুরুল ইসলাম বাবুলের অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক ও অাহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং রহমান পুর দরবার শরীফের গদ্দীনশীন পীর শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী।