সিলেট ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২০
|| মুজাহিদুল ইসলাম সেলিম || ১৮ জুলাই ২০২০ : হাটে-বাজারে মানুষ ‘ভালুকের খেলা’ দেখার জন্য ভিড় করে। মানুষের নজর তখন ভালুক-নাচের দিকে নিবদ্ধ থাকে। সেই সুযোগে ভিড়ে লুকিয়ে থাকা পকেটমার নির্বিঘ্নে পাবলিকের পকেট কেটে নেয়। এমন ঘটনাই এখন ঘটছে দেশের সরকারি পাটকলগুলো নিয়ে। মানুষ এখন ‘করোনা বিপর্যয়ে’ দিশেহারা। এখন তাদের প্রধান নজর ‘করোনা’য় কেন্দ্রীভূত। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এই সুযোগকে কাজে লাগিয়ে গত ২ জুলাই সরকারি পাটকলগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে দেওয়ার প্রাথমিক কাজগুলো শুরু হয়ে গেছে। ঘোষণার পর পরই পাটকলগুলোর গেটে-গেটে জলকামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। শ্রমিক নেতাদের ‘উঠিয়ে নেওয়া’ ও ‘আটক করা’ শুরু হয়েছে। সরকার পাটকল শ্রমিকসহ জনগণের বিরোধিতা ও সম্ভাব্য সংগ্রামকে ভয় পাচ্ছে। সে কারণেই সে এসব ব্যবস্থা নিচ্ছে। এতেই প্রমাণ হয়, পাটকল বন্ধের সরকারি ঘোষণা যে ‘গণবিরোধী’, তা সরকারেরও অজানা নয়।
সরকারি পাটকল বন্ধের পদক্ষেপ আজ নতুন নয়। বিএনপি সরকারের আমলে, ২০০২ সালের ৩০ জুন তারিখে, বিশ্বের বৃহত্তম পাটকল ‘আদমজী জুট মিল’ বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ তখন বিরোধী দলে ছিল। এই পদক্ষেপকে বিরোধিতা করে তারা তাকে ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করেছিল। অথচ বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপির চেয়ে ‘আরও এক ধাপ’ এগিয়ে, বিএনপির সেই ‘গণবিরোধী’ পথ অনুসরণ করে আজ দেশের ২৫টি সরকারি পাটকলের সবগুলোই বন্ধ করতে চলেছে।
বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলোর জায়গায় ‘উন্নত’ ব্যক্তিমালিকানাধীন জুট মিল স্থাপন করা হবে বলে বলা হলেও তা আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয় আছে। আদমজী মিল বন্ধ করার সময়েও এ রকম কথা বলা হয়েছিল। কিন্তু সেরূপ ঘটেনি। যেখানে একসময় আদমজী মিল ছিল, সেখানে এখন ‘হাউজিং’ স্থাপিত হয়েছে। ‘ব্যক্তি-পুঁজি’ ফটকাবাজিতে তুলনামূলকভাবে আরও বিশাল পরিমাণে লুটপাটের সুযোগ পেলে তা বাদ দিয়ে জুট মিল স্থাপনে অর্থ বিনিয়োগে যে আগ্রহী হবে, তার নিশ্চয়তা কে দেবে? সরকারের এই পদক্ষেপ তাই শেষ পর্যন্ত বস্তুত পাটশিল্পের জন্য ‘মৃত্যু পরোয়ানা’য় পরিণত হবে। ঐতিহ্যবাহী ‘পাটশিল্পের’ কফিনে শেষ পেরেকটি আওয়ামী লীগ সরকারের হাত দিয়েই ঠুকা হতে যাচ্ছে।
’৫৪-এর যুক্তফ্রন্টের ২১ দফায়, ’৬৯-এর ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফায়, ’৭০’-এর নির্বাচনের প্রতিশ্রুতিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকারে ‘পাটশিল্প জাতীয়করণের’ কথা সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত ছিল। এই দাবিতে মানুষ দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। বুকের রক্ত ঢেলেছে। স্বাধীনতার পর পাটশিল্প রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। সরকার আজ এসব আত্মত্যাগ ও অর্জনের সবকিছু নিঃশেষ করতে উদ্যত হয়েছে।
‘করোনা মহামারী’র কারণে কয়েক মাস ধরে অনেক মিল-কারখানা বন্ধ রয়েছে। এ অবস্থা কবে শেষ হবে তা বলা যায় না। অর্থনৈতিক মন্দার কারণে সামনে হয়তো আরও মিল-কারখানা বন্ধ হবে। কর্মহীন বেকার মানুষের সংখ্যা বাড়ছে। পাটকলগুলো বন্ধ হয়ে গেলে বেকারের সংখ্যা আরও বাড়বে। ‘করোনা’ ও সেই সঙ্গে ‘অর্থনৈতিক মন্দা’র কারণে এসব সংকট আরও বাড়বে। এমন একটি বিপজ্জনক সময়ে পাটকল বন্ধ করার সিদ্ধান্ত শুধু দেশ ও জনগণের মৌলিক স্বার্থবিরোধীই নয়, তা চরম অমানবিকও বটে।
তিন-চার দশক ধরে বিশ্বব্যাংক সরকারি পাটকলগুলো বন্ধ করে দেওয়ার জন্য ‘পরামর্শ’ ও ‘চাপ’ দিয়ে আসছে। ২০০২ সালে বিএনপি সরকার ‘আদমজী কারখানা’ বন্ধ করতে পারলেও সারাদেশে শ্রমিকদের সর্বাত্মক আন্দোলন গড়ে উঠতে পারে বলে আশঙ্কা করে দেশের সব সরকারি পাটকল বন্ধ করার পদক্ষেপ নিতে সাহস পায়নি। ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারও পাটকল বন্ধ করতে চেয়েছিল। তখনও তা তারা করতে পারেনি। আওয়ামী লীগ সরকার বিশ্বব্যাংকের প্ল্যান অনুসারে এই ‘গণবিরোধী’ পদক্ষেপ নিতে ‘সাহসী’ হয়েছে। শাবাশ আওয়ামী লীগ!!!
সরকারি পাটকল বন্ধ করার অর্থ হবে দেশের পাটশিল্পকে ধ্বংস করা। অভিজ্ঞতা সে কথাই বলে। প্রায় দুই দশক আগে সরকারি ঘোষণা্র মাধ্যমে ‘আদমজী মিল’ বন্ধ করার সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, সেখানে নতুন কারখানা স্থাপন করা হবে। কিন্তু পরবর্তী ১৮ বছরেও সেখানে আর অন্য কোনো মিল-কারখানা স্থাপিত হয়নি। শ্রমিকের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়নি। বরং ওই মিলের ২৫ একর জায়গা বেহাত হয়েছে। সেখানে হাউজিং প্রতিষ্ঠা করা হয়েছে। এই দৃষ্টান্ত দেশি-বিদেশি শাষক-শোষকদের আসল উদ্দেশ্য মানুষের দৃষ্টি খুলে দিয়েছে।
সরকার প্রচার চালাচ্ছে যে, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে দিয়ে, পিপিপি-এর (public private partnership)-এর মাধ্যমে সেগুলো আধুনিকায়ন করে চালানো হবে। কিন্তু এ কথার ওপর ভরসা রাখা যায় না। কারণ পিপিপি নিয়ে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। দেশে এখন পরিবহন, আবাসন, নগরায়ণ, পর্যটন, ইকোনমিক জোন, স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা ও শিল্প খাতে মোট ৫৬টি প্রকল্প পিপিপিতে চলছে। এগুলোর কোনোটার অবস্থাই ভালো নয়। অনেকগুলোই বন্ধ হয়ে গেছে। আবার অনেকগুলোর ক্ষেত্রে ব্যক্তিমালিকরা চুক্তি অনুসারে পাওনা পরিশোধ করছেন না। ফলে পাটকলগুলো পিপিপিতে চালানোর মাধ্যমে পাটশিল্পকে যে রক্ষা করা যাবে, সে কথায় আস্থা রাখা যায় না। পাটশিল্প ধ্বংস করে হলেও অবাধে ‘লুটপাট’ চালানোর সুযোগ করে দিয়ে ‘কেটে পড়া’র পথ তৈরি করে নেওয়ার জন্যই সরকার এসব ‘ছেলে ভোলানো গল্প’ ফেঁদেছে।
ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলার চেষ্টা হচ্ছে যে, পাটকল বন্ধ হওয়ায় শ্রমিকদের কোনো ক্ষতি হবে না। শ্রম আইন অনুসারে পাওনা পরিশোধ করেই ‘গোল্ডেন হ্যান্ডশেক’-এর মাধ্যমে তাদের বিদায় দেওয়া হবে। ‘গোল্ডেন হ্যান্ডশেক’’-এর অর্থ শ্রমিকরা কতটাই বা সুষ্ঠুভাবে পাবেন, তা নিয়ে সংশয় আছে। ‘আদমজী মিল’ বন্ধ হওয়ার পর চাকরিচ্যুত শ্রমিকদের এ নিয়ে যেভাবে নাজেহাল হতে ও ঠকতে হয়েছিল, সে অভিজ্ঞতার কারণে এ রকম সংশয় সৃষ্টি হওয়া স্বাভাবিক। স্থায়ী শ্রমিকরা হয়তো ঘুষ দিয়ে ও অনেক রকম কাঠখড় পুড়িয়ে কিছু টাকা পাবেন। কিন্তু তাদের সেই টাকা খরচ হয়ে যাওয়ার পর বিকল্প কর্মসংস্থান না পেলে তারা তাদের সংসার চালাবেন কীভাবে? তা ছাড়া এসব কারখানায় যে ১৩ হাজারেরও বেশি অস্থায়ী তথা ‘মাস্টাররোলভুক্ত’ শ্রমিক রয়েছেন, তারা ‘গোল্ডেন হ্যান্ডশেক’-এর অর্থের কিছুই পাবেন না। অথচ ২০ বছর ধরে তারা অনেকেই সেখানে কাজ করে আসছেন। এ সংকটকালে তাদের বিকল্প কর্মসংস্থান কোথায় হবে, কীভাবে হবে?
পাটের আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা, তা নিয়ে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেন। তাদের কথা, বিশ্বে পাটের কোনো ভবিষ্যৎ নেই। তাই এখন থেকেই পরিকল্পিতভাবে দেশকে পাটশিল্প থেকে বের করে আনার পদক্ষেপ নেওয়া উচিত। সরকার সেই ‘বুদ্ধিমানের’ কাজটিই সাহসিকতার সঙ্গে করছে। অথচ এ ক্ষেত্রে প্রাসঙ্গিক প্রশ্নটি হওয়া উচিত, পাট ছাড়া কি এ দেশের কোনো ভবিষ্যৎ আছে?
প্রকৃত সত্য হলো, বিশ্বে প্রতিদিন পাটের ব্যবহার ও প্রয়োজনীয়তা বাড়ছে। প্রকৃতি ও পরিবেশ নিয়ে বিশ্ববাসীর সচেতনতা এবং তাদের সামাজিক-রাজনৈতিক আন্দোলন ক্রমাগত জোরদার হচ্ছে। বৃদ্ধি পাচ্ছে পাটসহ প্রাকৃতিক পণ্যের প্রতি আগ্রহ ও সেসবের চাহিদা। ইউরোপের ২৮টি দেশ পলিথিন ও সিনথেটিকের ব্যবহার নিষিদ্ধ করেছে। সারা বিশ্বে বছরে ৫০০ বিলিয়ন (অর্থাৎ ৫ হাজার কোটি) পিস শপিং ব্যাগ প্রয়োজন হয়। ২০২০ সালের পর শুধু যুক্তরাষ্ট্রেই দেড় হাজার কোটি টাকার পাটজাত পণ্যের বাজার তৈরি হবে। যদি এর ৫ শতাংশ বাজারও বাংলাদেশ ধরতে পারে, তা হলে বর্তমানে বিদ্যমান পাটকলগুলোর মোট উৎপাদন দিয়েও সেই চাহিদা পূরণ করা সম্ভব হবে না, নতুন পাটকল নির্মাণ করতে হবে।
পাটজাত পণ্যের বহুমুখীকরণ করে বাজার আরও সম্প্রসারিত করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি বাংলাদেশের ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার’ ২৩৫ ধরনের পাটজাত পণ্যের প্রদর্শনী করেছিল। পাটের তৈরি ডিসপোজেবল (পচনশীল) পলিথিন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে আছে। কাঠের বিকল্প ‘পারটেক্স’ ইত্যাদি ক্ষেত্রে এবং জ্বালানি হিসেবে পাটকাঠির ব্যবহার চলছে। হ্যান্ডিক্রাফট, কার্পেট, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, রাস্তা, ভবন নির্মাণসহ বহু ক্ষেত্রে পাট ও পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়ছে। পাটের তৈরি কার্পেট, পর্দা, তুলার বিকল্প ভিসকস, পাট পলিথিন এসবের প্রয়োজন ও চাহিদা ক্রমাগত বাড়ছেই।
দেশে চার কোটি টন দানাজাতীয় খাদ্যশস্য উৎপাদন হয়। ৫০ কেজির ব্যাগ হলেও কমপক্ষে ৮০ কোটি বস্তা লাগে এসব পরিবহনের জন্য। বন্যা নিয়ন্ত্রণ, নির্মাণসামগ্রী, পশুখাদ্য পরিবহনসহ গৃহস্থালি কাজ মিলিয়ে প্রতিবছর প্রায় ৩০০ কোটি পাটের বস্তা প্রয়োজন হয়। ২০১০ সালের ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট অনুযায়ী ১৯ ধরনের পণ্যের মোড়ক পাটের ব্যাগে করার কথা। ওই আইন যথাযথভাবে বাস্তবায়ন করলে পাটকলগুলো সেই চাহিদাই মেটাতে পারবে না। দেখা গেছে যে, ‘করোনাকালেও’ দেশের রপ্তানি পণ্য হিসেবে তৈরি পোশাক ও চামড়ার অবদান কমেছে, কিন্তু পাট রপ্তানি বেড়েছে।
পাটের এই সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ থাকার কারণেই ভারতে আধুনিক যন্ত্রপাতি-সজ্জিত নতুন পাটকল স্থাপন করা হচ্ছে। বিশ্বব্যাংক ভারতকে এ জন্য সহায়তা দিচ্ছে। অথচ সেই একই বিশ্বব্যাংক ‘গোল্ডেন হ্যান্ডশেকের’ মাধ্যমে বাংলাদেশের পাটকল বন্ধ করে দেওয়ার জন্য পরামর্শ ও অর্থ সহায়তা দিচ্ছে। এ কথা বুঝতে তাই অসুবিধা হয় না যে, দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থেই সরকার আজ পাটকল বন্ধ করার ও পাটশিল্পকে ‘প্রাইভেটাইজ’ করার জন্য উঠেপড়ে লেগেছে।
ব্রিটিশ আমলে বিদেশি-দেশি শোষকদের লুটপাটের একটি গুরুত্বপূর্ণ উৎস ছিল এ দেশের পাটসম্পদ। পাকিস্তান আমলে পাট চাষি আর পাটকল শ্রমিকদের শোষণ করে বিশাল সম্পদশালী হয়ে উঠেছিল ‘২২ পরিবার’। পাটের টাকায় সমৃদ্ধ হয়েছিল ইসলামাবাদ। সেই লুটপাটের অবসানের লক্ষ্যেই সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধ। পাটের টাকা বিদেশে পাচার বন্ধ করা ও তা দিয়ে শোষকের ব্যাংক-ব্যালান্স স্ফীত করার অন্যায় ব্যবস্থার অবসান ঘটানোর জন্য ৩০ লাখ শহীদ বুকের রক্তে দেশ স্বাধীন হয়েছিল। আর আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে ‘লোকসানের’ অপবাদ আরোপ করে ঔপনিবেশিক শাসকদের কায়দায় পাটকলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থেই তা করা হচ্ছে।
গত ৪৮ বছরে সরকারি পাটশিল্প খাতে ১০ হাজার ৬৭৪ কোটি টাকা লোকসান হয়েছে বলে ‘পরিসংখ্যান’ হাজির করে রাষ্ট্রীয় পাটকলগুলো বন্ধ করার সপক্ষে যুক্তি দেখানো হচ্ছে। কিন্ত প্রকৃত সত্য হলো, এই লোকসান হওয়াটা অবধারিত ছিল না। এর জন্য দায়ী কী ও কারা? আসল দায়ী হলো) (১) মাথাভারী প্রশাসন (২৫ হাজার স্থায়ী শ্রমিক পরিচালনার জন্য সাড়ে তিন হাজার কর্মকর্তা। (২) ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ও দক্ষতার অভাব। (৩) সময়মতো অর্থছাড় না হওয়া ও পাট না কেনা। (৪) পাট ক্রয়ে দুর্নীতি। (৫) পুরনো যন্ত্রপাতি। (৬) পাটপণ্যের বহুমুখীকরণ না করা (এক্ষেত্রে বলতে হয় যে, ভারত যেখানে ১১০ ধরনের পাটের সুতা তৈরি কওে, আমাদের সেখানে মাত্র সাত ধরনের সুতা হয়)। (৭) মানসম্মত কাঁচা পাট এ দেশের পাটকলগুলোর বদলে বিদেশিরা আগেভাগেই কিনে নেয়। এ কারণে এ দেশে উৎপাদিত কাঁচা পাট বিশ্বের সবচেয়ে উন্নত মানের হলেও এ দেশের পাটপণ্যের মান উন্নত হয় না। (৮) ট্রেড ইউনিয়নের নামে সিবিএর মাফিয়া নেতৃত্বের দৌরাত্ম্য (এ ক্ষেত্রে রাষ্ট্রীয় পাটকলের সিবিএ সব সময় সরকারি দলের দখলে থাকে)।
এসব সমস্যা নিরসন করার মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত পাটশিল্পের এই কথিত ‘লোকসান’ দূর করে তাকে লাভজনক করা সম্ভব। দেশের ২৫টি সরকারি পাটকলে হেসিয়ান, স্যাকিং ও সিবিসি – সব মিলিয়ে ১০ হাজার ৮৩৫টি তাঁত আছে। মাত্র ৩৫০-৪০০ কোটি টাকা খরচ করলে ৬ হাজার ২৩২টি হেসিয়ান তাঁতকে বদল করে আধুনিক তাঁত স্থাপন করা যায়। ‘শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ’ সুনির্দিষ্ট হিসাব ও পরিকল্পনা হাজির করে দেখিয়েছে যে, মোট ১ হাজার ২০০ কোটি টাকা খরচ করা হলে পাটকলগুলো পরিপূর্ণভাবে আধুনিকায়ন ও নবায়ন করা সম্ভব। তাদের এই প্রস্তাব গ্রহণ না করে সরকার ৫ হাজার কোটি টাকা ব্যয় করে ‘গোল্ডেন হ্যান্ডশেকের’ মাধ্যমে পাটকলগুলো বন্ধ করার পদক্ষেপ নিয়েছে। এভাবে ‘বেহুদা’ চার গুণ বেশি খরচ করার উদ্দেশ্য কী? আসলে লুটেরা গোষ্ঠীর জন্য দুর্নীতি ও লুটপাটের ‘গোল্ডেন অপরচুনিটি’ তৈরি করাই হলো সরকারের প্রকৃত উদ্দেশ্য।
২০১৯ সালে সরকারের আমন্ত্রণে চীনের একটি প্রতিনিধি দল আমাদের পাটকলগুলো পরিদর্শন করে তার উন্নয়নের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে তারা পাটকলগুলোর পুরনো সব যন্ত্রপাতি বদলে ফেলে সেখানে নতুন, উন্নত ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনের একটি পরিকল্পনা হাজির করেছিল। চীন নিজেই অর্থের জোগান দেওয়াসহ এ বিষয়ে সব কাজ কওে দেবে বলে প্রস্তাব করা হয়েছিল। হিসাব করে দেখা গিয়েছিল যে, তাতে করে উৎপাদন তিন গুণ বাড়বে। বলা হয়েছিল যে, মোট উৎপাদনের ৬০ শতাংশ চীনের বাজারে বিক্রির ব্যবস্থা করে দেওয়া হবে। বাকি ৪০ শতাংশ স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা যাবে। কিন্তু দেশের আমলারা এই প্রস্তাব গ্রহণ করতে দেয়নি। কারণ এই প্রস্তাবে আমলাদের ‘উপরি আয়ের’ কোনো পথ ছিল না। তাই দেশের পাটশিল্পের উন্নয়নে চীনের এই প্রস্তাব তাদের পছন্দ হয়নি।
সরকারি পাটকলগুলো চালু রেখেই ১ হাজার ২০০ কোটি টাকা খরচ করে কিংবা কোনো টাকা খরচ না করেই চীনের সহায়তায় সেগুলোর আধুনিকায়ন করা সম্ভব ছিল। কিন্তু সে পথে না গিয়ে সরকার ৫ হাজার কোটি টাকা ‘গোল্ডেন হ্যান্ডশেকে’র পেছনে খরচ করে কারখানাগুলো বন্ধ করে দিয়ে পিপিপির মাধ্যমে সেগুলো আধুনিকায়ন করে চালানোর পদক্ষেপ নিয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
পাটকলের লোকসান নিয়ে তুমুল হইচই করা হচ্ছে। অথচ এই সময়েই ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য ৪৫ হাজার কোটি টাকা মওকুফ করা হয়েছে। গত ১০ বছরে রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোকে উৎপাদন না করেই বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জের নামে ৬২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। ওইসব নিয়ে হইচই তো দূরের কথা, কোনো আলোচনাই তেমন নেই। এ থেকে পরিষ্কার যে, ক্ষমতাসীনদের আসল উদ্দেশ্য হলো ‘লোকসান’ ঠেকানো নয়। তাদের আসল উদ্দেশ্য হলো ‘লুটপাটের’ সুযোগ আরও বাড়ানো। পাটশিল্প ধ্বংস করে তাদের ‘লুটপাটের’ এই লালসা পূরণ হতে দেওয়া যায় না!
#
মুজাহিদুল ইসলাম সেলিম :
সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D