একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট শুরু

প্রকাশিত: ৭:২৩ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০

একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট শুরু

ঢাকা, ২০ জুলাই ২০২০: একাদশ শ্রেণিতে (২০২০-২০২১) শিক্ষা বর্ষে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট রবিবার থেকে শুরু হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক অনলাইন মিটিং এ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,এই ভর্তি কার্যক্রম শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে। ভর্তি সংক্রান্ত তথ্যাদি শিক্ষা বের্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ