প্রিয় “মেহের আফরোজ শাওন” আপুর পরনের শাড়িটা আমার আঁকা!

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

প্রিয় “মেহের আফরোজ শাওন” আপুর পরনের শাড়িটা আমার আঁকা!

Manual1 Ad Code

|| জান্নাত ই জিয়া || ৩০ জুলাই ২০২০ : প্রিয় “মেহের আফরোজ শাওন” আপুর পরনের শাড়িটা আমার আঁকা!

Manual8 Ad Code

অনেক ছোটবেলা থেকেই বলতাম….”বড় হয়ে, হয় টিচার হবো, নয়তো রিক্সার পেছনে ছবি এঁকে বেড়াবো!”
অথচ, হয়েছি জাহাজীর বউ। এই দেশ থেকে ঐদেশে পানিতে পানিতেই গেল দশটা বছর! বি সি এস দিয়ে টিচার হওয়া হয়নি আমার! তবে হ্যা,ছবি আঁকাটা ছাড়িনি!আসলে ছাড়তে পারিনি!সব সময়ই টুক-টাক এঁকে গেছি! আমি মুলত পেইন্টিং করি!এছাড়া শাড়ি-জামা-এক্সসরিসে এঁকে,তা প্রিয়জনদের উপহার দিয়ে আনন্দ পাই!

বিভিন্ন সময়, অনেকেই আমাকে উতসাহ দিয়ে বলেছে আমার আঁকাআকি নিয়ে কিছু করার!!কিন্তু সাহস হয়নি! স্বীকার করি, প্রচন্ড আত্মবিশ্বাসের অভাব আমার!

Manual3 Ad Code

কিন্তু “উই” তে এসে আত্মবিশ্বাসে ভরা মানুষগুলোকে দেখে,কেমন যেন সাহস হল!!মনে হল…আমি কেন নয়!!

Manual2 Ad Code

আমি যা করতে ভালোবাসি,তা দিয়ে নিজের পরিচয় হতেই পারে!!

Manual7 Ad Code

বি:দ্র:খুব সাহস নিয়ে এই প্রথম পোস্টটা করলাম!আশা রাখছি আপনারা আমায় উতসাহ দেবেন!

বি:বি:দ্র: আমার এখনও নিজস্ব কোন পেইজ নেই!আমাকে এখানেই পাবেন!

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code