১১ সেপ্টেম্বর ‘করোনা মহামারি ও মফস্বল সাংবাদিকতা’ শীর্ষক জনলোক অাড্ডা

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

১১ সেপ্টেম্বর ‘করোনা মহামারি ও মফস্বল সাংবাদিকতা’ শীর্ষক জনলোক অাড্ডা

নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০২০ : “সংবাদে করোনা মহামারি ও মফস্বল সাংবাদিকতা” শীর্ষক জনলোক অাড্ডার সরাসরি লাইভ অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে।

‘মানবিক চেতনায় সামাজিক মুক্তি’- এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত একটি সামাজিক সংগঠন ‘জনলোক’-এর উদ্যোগে অায়োজিত উক্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে অাগামী ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার রাত ৯টায়।
এতে অতিথি সাংবাদিক হিসেবে অংশগ্রহণ করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
অতিথি সাংবাদিক হিসেবে অারও অংশগ্রহণ করবেন বরিশাল থেকে অাকতার ফারুক শাহিন, ফরিদপুর থেকে হাসান উজ্জামান, মংলা থেকে মোঃ নূর অালম শেখ, ব্রাহ্মণবাড়িয়া থেকে দীপক চৌধুরী বাপী ও সিংড়া থেকে মোল্লা মোঃ এমরান অালী।
অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য চোখ রাখুন জনলোক ফেইসবুক পেজ এ https : www.facebook.com/জনলোক_Janalok