২৭ সেপ্টেম্বর “নদী বাংলাদেশের জীবনঃ নদী বাঁচাই, পরিবেশ বাঁচাই, দেশ বাঁচাই” শীর্ষক ওয়ার্কার্স পার্টির ওয়েবিনার

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

২৭ সেপ্টেম্বর “নদী বাংলাদেশের জীবনঃ নদী বাঁচাই, পরিবেশ বাঁচাই, দেশ বাঁচাই” শীর্ষক ওয়ার্কার্স পার্টির ওয়েবিনার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক || ২৫ সেপ্টেম্বর ২০২০ : আগামী ২৭ সেপ্টেম্বর ২০২০ বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এক ওয়েবিনারের আয়োজন করেছে।

“নদী বাংলাদেশের জীবনঃ নদী বাঁচাই, পরিবেশ বাঁচাই, দেশ বাঁচাই” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
ওয়েবিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা স্কুল অব ইকনমিক্স এর চেয়ারম্যান অধ্যাপক কাজী খলীকুজ্জমান আহমদ।
আলোচক হিসাবে উপস্থিত থাকবেন প্রকৌশলী মুহাম্মাদ হেলাল উদ্দীন,
নদী বিশেষজ্ঞ জনাব মাহবুব সিদ্দিকী,
রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এই ওয়েবনিয়ারে সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।
২৭ সেপ্টেম্বর ২০২০ সকাল ১০-৩০ উক্ত ওয়েবনিয়ারটি অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

বিঃ দ্রঃ নিম্নে উক্ত ওয়েবনিয়ারে লিংক এবং মিটিং আইডি ও পাসওয়ার্ড দেয়া হল
Join Zoom Meeting https://zoom.us/j/5554293100?pwd=RmtLa2NPVGVZdVI0dXBkbW5pTk1iZz09 Meeting ID: 555 429 3100 Passcode: WPBD71.ORG -এ যুক্ত হওয়া যাবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code