ওয়ার্ড পর্যায়ে ওয়ার্কার্স পার্টিকে আরও শক্তিশালী করতে হবে

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

ওয়ার্ড পর্যায়ে ওয়ার্কার্স পার্টিকে আরও শক্তিশালী করতে হবে

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি || রাজশাহী, ২০ অক্টোবর ২০২০ : জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন এবং সংগঠনকে ওয়ার্ড পর্যায়ে আরও শক্তিশালী করতে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। তিনি বলেন, ওয়ার্কার্স পার্টিকে আরও সুসংগঠিত করতে হলে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

Manual8 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শহীদ জামিল আকতার রতন স্মৃতি সংসদে পার্টির ১ নং ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড কমিটির সভাপতি আদিলুজ্জামান আদিল।

Manual8 Ad Code

সভায় দেবাশিষ প্রামানিক দেবু বলেন, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ওয়ার্কার্স পার্টিকে আরও বেশি শক্তিশালী হতে হবে। ওয়ার্ডভিত্তিক সংগঠনগুলো শক্তিশালী হলে ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক দল হিসেবে গণমানুষের আস্থা অর্জনে আরও জোরালো ভূমিকা রাখতে পারবে। তাই পার্টিকে আরও সুসংগঠিত করতে হলে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

Manual7 Ad Code

ওয়ার্কার্স পার্টির ১ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সামসেদ হোসেন মডির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- মহানগর কমিটির সম্পাদকমণ্ডলির সদস্য আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, নাজমুল করিম অপু, মহানগর সদস্য আব্দুল খালেক বকুল, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ সুমন, মোশারফ হোসেন, মহানগর সদস্য সীতানাথ বণিক প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ