জনসচেতনতা সৃষ্টিতে মসজিদ থেকে ১০ বিষয়ে প্রচারের আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

জনসচেতনতা সৃষ্টিতে মসজিদ থেকে ১০ বিষয়ে প্রচারের আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

Manual7 Ad Code

ঢাকা, ২৩ অক্টোবর ২০২০ : কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মসজিদের মাইকে এবং জুমার খুতবায় স্বাস্থ্যবিধি ব্যাপকভাবে প্রচার করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

Manual4 Ad Code

এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল মসজিদের মাইকে ও জুমার নামাজের খুতবায় সকল মসজিদের পরিচালনা কমিটি, ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও কর্মীবৃন্দকে ১০টি বিষয়ে প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Manual4 Ad Code

বিষয়গুলো হচ্ছে- করোনা মহামারি থেকে সুরক্ষার জন্য বেশি বেশি দোয়া ও ইস্তিগফার পড়ুন; মসজিদে আগত মুসল্লিগণ মাস্ক ব্যবহার করুন; ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন; কিছুক্ষণ পর পর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড যাবত দুই হাত ভালোভাবে পরিষ্কার করুন; ভীড় বা জনসমাগম এড়িয়ে সকল কাজে পারস্পরিক দূরত্ব বজায় রাখুন; হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাজে নাক-মুখ ঢেকে রাখুন; নাক, মুখ ও চোখ অপরিষ্কার হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন; যে কোনো অসুস্থ ব্যক্তি বাড়ির বাইরে অবস্থান বা চলাফেরা অথবা মসজিদে আসা থেকে বিরত থাকুন; করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code