মাদক, ধর্ষণ ও নারীশিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: নারী ঐক্য পরিষদ

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

মাদক, ধর্ষণ ও নারীশিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: নারী ঐক্য পরিষদ

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ২৫ অক্টোবর ২০২০ : মাদক, ধর্ষণ ও নারীশিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অাহবান জানিয়েছেন নারী ঐক্য পরিষদ। ২৪ অক্টোবর বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে অায়োজিত এক মানববন্ধনে নেতৃবৃন্দ এ অাহবান জানান।

Manual1 Ad Code

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নুরুন্নাহার খানম লুনা, মোফাজ্জল হোসেন স্বাধীন, জাহেদা আক্তার শাহিন, নাজমা আক্তার শিরিন প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা ও সিলেট এমসি কলেজে সংগঠিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সাধারণ শান্তিপ্রিয় জনগণের সাথে আমরাও উদ্বিগ্ন ও শঙ্কিত। মাদকের সর্বগ্রাসী আগ্রাসন, ধারাবাহিক ধর্ষণ, হত্যা ও সহিংসতার ঘটনা বর্বর আদিম যুগের কথায় মনে করিয়ে দেয়। এহেন নারকীয় পরিস্থিতি বর্তমান সরকারের উন্নয়ন নীতি ও নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যা সরকারের গৃহিত ও অর্জিত সকল সাফল্যকে ম্লান করে দেবে। তাই দ্রুত বিচারের মাধ্যমে শাস্তির নিশ্চয়তার বিধান করে নারী নির্যাতন বন্ধ করতে হবে এবং এই সাথে মাদকের আগ্রাসনও বন্ধ করতে হবে। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বক্তারা আরও বলেন, নারী ও শিশুর সর্বপরি সাধারণ জনগণের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ না হবে, নারীর যথাযথ মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা না হবে, ততদিন সাধারণ জনগণকে সাথে নিয়ে নারী ঐক্য পরিষদ তার সামাজিক আন্দোলন চালিয়ে যাবে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ