তানভীর চৌধুরী ইমাদ বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

তানভীর চৌধুরী ইমাদ বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

মৌলভীবাজার, ২৭ অক্টোবর ২০২০ : তানভীর চৌধুরী ইমাদ বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তানভীর চৌধুরী ইমাদ বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

তানভীর চৌধুরী ইমাদ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সাবেক সভাপতি এডভোকেট নাজিম, বর্তমান সভাপতি এডভোকেট লিটন মিয়া এবং সাধারণ সম্পাদক সুমনা আক্তার লিলিকে।

এ সময় তিনি বলেন, আইন অঙ্গনে বঙ্গবন্ধুর অাদর্শ ও চেতনায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং অাইনের সঠিক বাস্তবায়ন সহ মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে, আমি আর্দশ নিষ্ঠার সাথে কাজ করে যাব ইনশাহআল্লাহ।
আইন অঙ্গনে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে আমরা বদ্য পরিকর।
দেশব্যাপী বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রত্যেকটি জেলা ও মহানগর কমিটি গঠনে নিরলস কাজ করে যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ