আমাদের খুব প্রিয় কাজু বাদাম আপু শিরীন সুলতানা অরুনা

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

আমাদের খুব প্রিয় কাজু বাদাম আপু শিরীন সুলতানা অরুনা

|| কান্তা চক্রবর্তী || ঢাকা, ০৭ নভেম্বর ২০২০ : ছবি দেখেই বোঝা যাচ্ছে আজকে কার কথা লিখব। হ্যা আজকে আমাদের খুব প্রিয় কাজু বাদাম আপু শিরীন সুলতানা অরুনা আপুর কথা লিখব।

আপুর কাজু বাদাম আমি এবার দিয়ে দ্বিতীয়বার নিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাসায় কাজু বাদাম বেশিদিন থাকে না।

আমার কাজু বাদাম খুবই পছন্দ। আগে যেটা হতো কাঁচাটা কিনতাম বাজার থেকে না হলে সুপার সপ থেকে সল্টেড টা। কিন্তু অতিরিক্ত সল্ট থাকার কারণে খেতে খুবই কষ্ট হতো। তাই মনকষ্টে খাওয়া বাদ দিয়েছিলাম। তারপর একদিন অডিও আড্ডায় শুনলাম কাজু বাদামের কথা তাও আবার আমাদের দেশে উৎপাদিত। আর কি সেটা টেস্ট করার চান্স মিস করা যায়? তাই মিস করিনি অর্ডার করে দিয়েছিলাম। তারপর যখন কয়েকদিনেই শেষ হয়ে গেল ভাবলাম নিব কয়েকদিন পরে নইলে তো দুইদিন পর আবার শেষ করে ফেলব।

দেখতে দেখতে আপুও শুধু কাজু বাদামে হাফ মিলিয়নিয়ার হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেল। তখন ভাবলাম না। আর এ সুযোগ মিস করা যায় না। দিয়ে দিলাম কাজু বাদামের অর্ডার। চলেও আসল কয়েকদিনের মধ্যে। আসার পর আবার সেইম এক বোয়াম তো এক সপ্তাহেই শেষ। আর অন্যটা শেষ হওয়ার আগেই লুকিয়ে রেখেছিলাম ??

সেটা থেকেই অবশিষ্ট যা ছিল তার থেকে আজকের ছবি উঠেছে। আপুর কাজু বাদাম অসাধারণ। একদম পারফেক্ট লবণ,পারফেক্ট ভাজা। অনেক অনেক ধন্যবাদ আপু এত ভাল একটা পন্য আমাদের মাঝে আনার জন্য।

আপুর সাথে দেখা করার কথা ছিল রাঙামাটি গিয়ে। পোস্ট সামিট ইভেন্টের বদৌলতে আগেই দেখা হয়ে গেল ???
খুবই ভাল লেগেছে। সেটা নিশ্চয়ই ছবি দেখে সবাই বুঝতে পারছেন। আর একজন মানুষের কথা তো না বললেই নয় তিনি আমাদের দুলাল ভাই। অরুনা আপুর হাজবেন্ড। অমায়িক একজন মানুষ। সবসময় বড় ভাই হিসেবেই সাপোর্ট দিয়ে যান। এমন বড় ভাই-বোন পাওয়া সৌভাগ্যের। আপু কিন্তু দুইটা উপহারও দিয়েছেন পার্সেলের সাথে ????

একইসাথে আপুকে জয়ী সম্মানে ভূষিত হওয়ায় অনেক অনেক অভিনন্দন জানাই। আবারও যখন দেখা হবে অনেক অনেক গল্প করব কিন্তু আপু।

এ সংক্রান্ত আরও সংবাদ