শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় ছাত্রমৈত্রীকে শক্তিশালী করুন: ফারুক আহমেদ রুবেল

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০

শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় ছাত্রমৈত্রীকে শক্তিশালী করুন: ফারুক আহমেদ রুবেল

কুমিল্লা, ১৩ নভেম্বর ২০২০: “শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্র মৈত্রীকে শক্তিশালী করুন।” আজ ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা টাউনহল মিলনায়তনে আকরিনা আক্তার রশ্নির সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রমৈত্রী কুমিল্লা জেলা শাখার এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় ছাত্র নেতা ফারুক আহমেদ রুবেল এ কথা বলেন।

সভায় বক্তারা ছাত্র রাজনীতি সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করেন এবং ছাত্র আন্দোলনের অতীত ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ছাত্র সংগঠনের সুফল সম্পর্কেও আলোচনা করা হয়।

উক্ত কর্মিসভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের কুমিল্লা জেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাজনৈতিক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াতুনেসা রুমা, বাংলাদেশ যুবমৈত্রীর কুমিল্লা জেলা আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মামুন, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মঞ্জুর মোর্শেদ, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম রুবেল হোসেন প্রমুখ।

বাংলাদেশ ছাত্রমৈত্রীর কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক কমিটি নিম্নরূপ :
আহ্বায়কঃ আফরিন আক্তার রশ্নি
যুগ্ম-আহ্বায়কঃ শাহরিয়ার নাফিস রাফি
যুগ্ন আহবায়কঃ ফারহান আহমেদ সূচি

সদস্যঃ
১। মোছাম্মদ নুসরাত জাহান মিতু
২।মোঃ আবু জাহিদ সাকিব
৩।মোঃ মহসিন আলম
৪।মোঃ সাইফুল ইসলাম
৫।মোঃ আল আমিন হোসেন
৭।মোঃ বাইজিদ হোসেন
৮।সানজিদা আক্তার
৯।মোহাম্মদ রফি হাসান
১০।আব্দুল্লাহ বিন সুজাত