প্রখ্যাত সরোদশিল্পী শাহাদাত হোসেন খান আর নেই

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

প্রখ্যাত সরোদশিল্পী শাহাদাত হোসেন খান আর নেই

নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ২৯ নভেম্বর ২০২০ : প্রখ্যাত সরোদশিল্পী শাহাদাত হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার রাত ৮টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর চাচা সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদি খান এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত সংগীতশিল্পী ওস্তাদ শাহাদাত হোসেন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ওস্তাদ শাহাদাত হোসেন খান দেশের সংগীত অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ওয়ার্কার্স পার্টির শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি প্রখ্যাত সংগীতশিল্পী ওস্তাদ শাহাদাত হোসেন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সৈয়দ অামিরুজ্জামানের শোক

প্রখ্যাত সংগীতশিল্পী ওস্তাদ শাহাদাত হোসেন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান। অারও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল অাহমদ।
১৯৫৮ সালে উপমহাদেশের অন্যতম এক সংগীত পরিবারে জন্ম নেন শাহাদাত হোসেন খান। তাঁদের পৈত্রিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ও সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই ওস্তাদ আয়েত আলী খাঁর নাতি। তাঁর বাবা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী ও সেতার বাদক।

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন সরোদশিল্পী শাহাদাত হোসেন খান। তাঁর যমজ মেয়ে আফসানা খান সেতার বাদক ও রুখসানা খান সরোদ বাদক।

এ সংক্রান্ত আরও সংবাদ