এশিয়ান জার্নালিস্ট চ‍্যারিটেবল সোসাইটির শ্রীমঙ্গলে উপজেলা কমিটির পরিচিতি সভা কাল

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

এশিয়ান জার্নালিস্ট চ‍্যারিটেবল সোসাইটির শ্রীমঙ্গলে উপজেলা কমিটির পরিচিতি সভা কাল

সৈয়দ অারমান জামী, নিজস্ব প্রতিবেদক || শ্রীমঙ্গল, ০৩ ডিসেম্বর ২০২০ : এশিয়ান জার্নালিস্ট চ‍্যারিটেবল সোসাইটির শ্রীমঙ্গলে উপজেলা শাখা কমিটির পরিচিতি সভা কাল।

আগামীকাল ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার সন্ধা ৬টায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ কনফারেন্স হল রুমে অায়োজিত এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান (শ্রীমঙ্গল- কমলনঞ্জ সার্কেল), শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মোঃ বদরুজ্জামান সেলিম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ শামিম আক্তার হোসেন, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আমজাদ হোসেন বাচ্চু, এশিয়ান জার্নালিস্ট চ‍্যারিটেবল সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সাইদুল ইসলাম সবুজ।

সভাপতিত্ব করবেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মোঃ নাছির আহমেদ।

সঞ্চালনা করবেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন।