কুমিল্লায় বাংলাদেশ ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

কুমিল্লায় বাংলাদেশ ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বি এম মহিউদ্দিন মন্টি || ০৭ ডিসেম্বর ২০২০ : কুমিল্লায় বাংলাদেশ ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল কনফারেন্স হলে সংগঠনের গৌরব ও ঐতিহ্যের এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
কুমিল্লা জেলা ছাত্রমৈত্রীর আহবায়ক আফরিনা আক্তার রশ্মির সভাপতিত্বে জেলা ছাত্রমৈত্রীর সদস্য আবু জাহিদ সাকিবের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা জেলা আহ্বায়ক মোঃ আবু বকর সিদ্দিক মামুন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব মৈত্রীর যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ।
গৌরবের চল্লিশ বছর বর্ষপূর্তিতে প্রধান অতিথির আলোচনায় ছাত্রমৈত্রীর গৌরবময় ইতিহাস নিয়ে আলোচনা করেন ও সম্প্রতি সময়ে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলায় তীব্র নিন্দা জানান এবং তিনি বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গেনি ভেঙ্গেছে বাংলাদেশের মানচিত্র। আমাদের হৃদয়ে রক্ত ক্ষরন হচ্ছে । বিষয়টি আমরা কিছুতেই মেনে নিতে পারছিনা।
বক্তব্য শেষে কেক কেটে বাংলাদেশ ছাত্রমৈত্রীর গৌরবের ৪০তম বর্ষ পালন করা হয়। এসময় কুমিল্লা জেলা ছাত্রমৈত্রীর অন্যান্য নেতৃবৃন্দং উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ