করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন কমরেড কামরূল আহসান

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন কমরেড কামরূল আহসান

নিজস্ব প্রতিবেদক || ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২০ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কমরেড কামরূল আহসান গতকাল ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার সকলের শুভ কামনায় সুস্থ্য হয়ে চিকিৎসকের পরামর্শে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় অবস্থান করছেন।

কমরেড কামরূল আহসান বিগত ২৩ দিন যাবৎ কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন। চিকিৎধীন অবস্থায় চিকিৎসক, নার্স ও যারা নিয়মিত তাঁর পাশে শুভানুধায়ী ছিলেন সকলের প্রতি পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ