বিশ্বের ‘সবচেয়ে’ সুন্দরী ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়া

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

বিশ্বের ‘সবচেয়ে’ সুন্দরী ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়া

Manual4 Ad Code

বিনোদন বিষয়ক অান্তর্জাতিক সংবাদ || ৩১ ডিসেম্বর ২০২০ : ২০২০ সালের বিশ্বের সর্বাধিক সুন্দরী নারীদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়া। ‘টিসি ক্যান্ডলার’র ম্যাগাজিনে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ২৭ ডিসেম্বর রোববার রাতে টিসি ক্যান্ডলারের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে। খবর জিউস নিউজ সিন্ডিকেট।

Manual7 Ad Code

তালিকায় আরো রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা অভিনেত্রী গাল গ্যাডোট, এক সময়ের বিশ্বের সেরা সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, সেলিনা গোমেজ, এমা ওয়াটসন। রয়েছেন উইঘুর মুসলিম নারীও। এছাড়াও রয়েছেন বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীরা।
ভিডিওতে বিশ্বের সর্বাধিক সুন্দরী নারীদের অবস্থান বর্ণনা করা হয়েছে। রয়েছে তাদের পরিচয়ও। ১৫ মিনিটের ওই ভিডিওটি শেষ হয়েছে ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়ার ছবি দিয়ে। ভিডিওটি প্রকাশ করার পর থেকে ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।
শেলবিয়া বিগত কয়েক বছর ধরে এই তালিকার র‌্যাঙ্কিংয়ে ক্রমান্বয়ে ওঠে এসেছে। ২০১৭ সালে এই মডেল ১৪তম স্থান দখল করেন। আর ২০১৮ সালে তিনি তৃতীয় স্থানে ছিলেন। কিন্তু ২০১৯ সালে দখল করে নেন দ্বিতীয় স্থান। আর এবার দখল করে নিলেন প্রথম স্থান।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code