বর্তমান পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনে আর্দশবান নেতৃত্ব খুবই প্রয়োজন : মেনন

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

বর্তমান পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনে আর্দশবান নেতৃত্ব খুবই প্রয়োজন : মেনন

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ০৯ জানুয়ারি ২০২১ : “বর্তমান পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনে নীতিনিষ্ট আর্দশবান সংগ্রামী শ্রমিক নেতৃত্ব খুবই প্রয়োজন। বিদ্যমান নয়াউদারবাদী শ্রেনী বিভক্ত সমাজে আর্দশবান নেতৃত্বের কোন বিকল্প নাই। প্রয়াত শ্রমিক-কৃষক নেতৃত্ব ভোগবাদী সমাজের সবকিছুকে উপেক্ষা করে তাঁরা জাতির বৃহত্তম স্বার্থে নিজ নিজ জীবন উৎসর্গ করেছেন। বর্তমানে শ্রমিক আন্দোলনে তাঁদের মত নেতৃত্ব বড় অভাব লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে শ্রমজীবী মানুষ এক ক্রান্তিকালে অতিক্রম করছে। এই শ্রমজীবী মানুষদেরকে রক্ষা করতে নীতিনিষ্ঠ আর্দশবান নেতৃত্বকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সম্মূখযোদ্ধা হিসেবে অর্থনীতিক যোদ্ধাদেরকেও অন্তর্ভূক্ত করতে হবে। ”

আজ ৯ জানুয়ারি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি আয়োজিত শোক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন।

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড বেনজীর আহমেদ। সভা পরিচালনা করেন নগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায় প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ