যা কিনি উই থেকেই কিনবো

প্রকাশিত: ৪:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

যা কিনি উই থেকেই কিনবো

Manual6 Ad Code

শিরীন সুলতানা অরুনা || রাঙ্গামাটি, ১০ ফেব্রুয়ারি ২০২১ : রিভিউ পোস্টঃ ৬৫। পণ্য: চকোলেট। উদ্যোক্তাঃ মাহিয়াত মেহজাবিন। উদ্যোগের নামঃ Chocomate Rangamati। অবস্থানঃ রাঙ্গামাটি।
আমাদের ছোট কিন্তু সুন্দর লেকের শহর রাংগামাটি। এই শহরে যে এত উদ্যোক্তা আছেন তা জানা ছিলোনা। কি নেই আমাদের এই প্রিয় শহরটিতে, সবই আছে ইনশাআল্লাহ।

Manual5 Ad Code

আগে দেখতাম ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য শহরে আপুরা কি সুন্দর পোস্ট দেয় বিভিন্ন খাবার, চকোলেট বিভিন্ন কিছু। তখন খুব আফসোস লাগতো ইস আমার এখানে কেনো নাই।

আমাদের প্রিয় নাসিমা আক্তার নিশা আপু রাংগামাটি আসার পর আমাদের প্রিয় রাংগামাটির উদ্যোক্তাদের মাঝে যে বন্ধন তৈরী হয়েছে তা কল্পনাতীত।

Manual4 Ad Code

আমাদের এই প্রিয় শহরটিতেই আমাদের প্রিয় মামনি বয়সে ক্ষুদে হলেও উদ্যোগ কিন্তু অনেক বড় মাশাল্লাহ, কাজ করে চকোলেট নিয়ে। চকোলেট তার পছন্দ তাই চকোলেট নিয়েই কাজ করে। তার চকোলেট দেখতে যেমন চমৎকার, খেতেও খুব মজা। আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে। সবাই দোয়া করবেন আমাদের এই মামনির জন্য।

Manual1 Ad Code

সবশেষে বলিঃ
“দেশের টাকা দেশে রাখবো,
আমরা দেশী পন্য কিনবো,
যা কিনি উই থেকেই কিনবো।”
আর “যাকে চিনি তার থেকে কিনি।”

শিরীন সুলতানা অরুনা
District Head
Rangamati, Khagrachori & Bandarban District
Women and e-Commerce (WE)
রাংগামাটি থেকে
আমার সিগনেচার আইটেম দেশী কাজুবাদাম।
ওনার অব 1. SS Agro Product 2. SS Handicrafts

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ