সিলেট ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ১১ ফেব্রুয়ারি ২০২১ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘লিটারেচার ইন এথনিক গ্রুপস অব বাংলাদেশ : আ সোশিয়োলিংগুইস্টিক স্টাডি’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বিভাগের আয়োজনে বুধবার সংশ্লিষ্ট বিভাগের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক সালমা সুলতানার সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক সরওয়ার মুর্শেদ। বিভাগের জ্যৈষ্ঠ অধ্যাপক মিজানুর রহমানের তত্বাবধানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক জাহিদুল ইসলাম।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ।
এসময় সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ রেজাউল করিম, অধ্যাপক মিয়া রাশিদুজ্জামান, সহযোগী অধ্যাপক শাব্বির আহমেদ, প্রদীপ কুমার অধিকারী, ইয়াসমিন আরা সাথী, সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ প্রমুখ।
সেমিনারে বাংলাদেশের নৃগোষ্ঠীদের মধ্যে মণিপুরি ত্রিপুরা ও চাকমা উপজাতির সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D