২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ব খাতে পাটকল-চিনিকল, পাট-আখ চাষী রক্ষায় ঢাকায় সমাবেশ

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১

২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ব খাতে পাটকল-চিনিকল, পাট-আখ চাষী রক্ষায় ঢাকায় সমাবেশ

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২১ : আধুনিকায়ন করে রাষ্ট্রায়ত্ব খাতে পাটকল-চিনিকল চালু, পাট-আখ চাষী রক্ষায় ঢাকায় শ্রমিক-কৃষক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Manual2 Ad Code

আগামী ২৭ ফেব্রুয়ারী ২০২১ শনিবার সকাল ১১টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেবেন পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহবায়ক প্রবীণ শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক কামরূল আহসান, কাজী রুহুল আমীন, শরীফুজ্জামান শরীফ, আনোয়ার আলী, কিশোর রায়, কামরুল হাসান, রুহিন হোসেন প্রিন্স, সৈয়দ আমিরুজ্জামান সহ অন্যন্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠিতব্য শ্রমিক-কৃষক সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান বলেন, “মুক্তিযুদ্ধের অর্জন এই রাষ্ট্রীয় খাত রক্ষা করতে সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের অর্জন এই খাতকে কোনভাবেই লুটপাটকারীদের হাতে তুলে দেওয়া যাবে না।আধুনিকায়ন করে পাটকল, চিনিকল চালু ও পাট-আখ চাষী রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।”

Manual7 Ad Code

আগামী ২৭ ফেব্রুয়ারী ঢাকায় শ্রমিক-কৃষকের সমাবেশ সফল করতে দেশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ-বিক্ষোভ এর কর্মসূচী নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

 


Manual1 Ad Code
Manual2 Ad Code