শ্রীমঙ্গলে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা   

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১

শ্রীমঙ্গলে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা    

নিজস্ব প্রতিবেদক || শ্রীমঙ্গল, ০১ মার্চ ২০২১ : আজ ১ মার্চ শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বীমা দিবস-২০২১ পালিত হয়েছে।

আজ দুপুর ১২ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর ও সাংবাদিক আতাউর রহমান কাজল।

চাটার্ড লাইফের ফিনান্সিয়াল এসোসিয়েট আমিনুর রশীদ রুমনের সঞ্চালনায় সভায়  বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সু্রন্সে কোম্পানি শ্রীমঙ্গল কার্যালয়ের ইনচার্জ ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট  মো.  আন্নাছ মিয়া, সাধারন বীমা কর্পোরেশন শ্রীমঙ্গল কার্যালয়ের ইনচার্জ মধুসুদন দেবনাথ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিশনাল কো-অর্ডিনটর প্রদীপ দেবনাথ, ফারইস্ট ইসলামী ইন্স্যুরেন্সের শ্রীমঙ্গল কার্যালয়ের ইনচার্জ মো. হামিদুর রহমান প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জাতীয় বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্য রাখেন এবং স্হানীয় বীমা প্রতিনিধিদের উদ্দেশে প্রয়োজনীয় দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলার বীমা কোম্পানীগুলোর বিভিন্ন স্তরের উর্ধতন কর্মকর্তা, স্হানীয় ইনচার্জসহ অন্যান্য বীমা প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

প্রসঙ্গত: ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতি বছর জাতীয় বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ