যেখানে সমস্যা বা শংকা সেখানেই সম্ভাবনা

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২১

যেখানে সমস্যা বা শংকা সেখানেই সম্ভাবনা

সৈয়দা লুৎফুন নাহার || ঢাকা, ১৫ মার্চ ২০২১ : যারা শাড়ি পরেন, তাদের সবারই একটি সাধারণ জিজ্ঞাসা থাকে, শাড়ি কয় হাত? রানিং ব্লাউজ পিস আছে কিনা। অথবা ব্লাউজপিস কাটলে শাড়ি ছোট হয়ে যাবে কিনা।এই প্রশ্নগুলো প্রায় একই রকম হলেও উত্তর কিন্তু অনেকগুলো। আর অনেক উত্তর বলে, অনেক সুযোগ, অনেক সম্ভাবনা,অনেক ক্রিয়েটিভিটি,অনেক ভ্যারিয়েশন।

মনিপুরী শাড়িগুলো সাড়ে তের হাত। অনেক রানিং ব্লাউজ পিস দিয়ে শাড়ি বানাতে একটু সিদ্ধান্তহীনতায় ভোগেন। অনেকে ভাবেন, ব্লাউজ পিস কাটলে শাড়ি ছোট হয়ে যাবে বা কুঁচি কম পরবে।

এমন ক্ষেত্রে নীচের আইডিয়াগুলো এপ্লাই করা যায়…
১.শুধু ব্লাউজের হাতায় ব্লাউজ পিসের কাপড় ব্যবহার করা। আর বডিতে শাড়ির বেসিক রঙের কাপড় ব্যবহার করে ব্লাউজ বানানো।
২.শাড়ির জমিনের সাথে মিলিয়ে এক কালারের বা বিপরীত রঙের ব্লাউজ বানানো।
৩.শাড়ির রঙের সাথে মিলিয়ে বা কন্ট্রাস্ট করে টাই-ডাই বা বাটিকের ব্লাউজ বানানো।
৪.খাদি কাপড় এখন ফ্যাশনে ইন। তাই খাদি কাপড়ের সাথে লেস দিয়ে ফ্যাশনেবল ব্লাউজ বানাতে পারেন।
৫.এখন সুতি প্রিন্ট কাপড় দিয়েও খুব সুন্দর ব্লাউজ বা টপ বানাতে পারেন।
৬.জর্জেট কাপড় দিয়েও ব্লাউজ/টপস বানাতে পারেন।
৭. হলি আপাকে দেখেছিলাম, গামছা দিয়ে ব্লাউজ বানাতে।
৮.বিভিন্ন ট্রেন্ডি টপ্সও ব্লাউজ হিসেবে ব্যবহার করতে পারেন।

আসলে যেখানে সমস্যা বা শংকা সেখানেই সম্ভাবনা।

সৈয়দা লুৎফুন নাহার
স্বত্ত্বাধিকারি–আনান’স ক্যারাভান
১৫ই মার্চ’২০২১
**ছবিতে মনিপুরী শাড়ির সাথে প্রিন্ট কাপড়ের ব্লাউজ।

এ সংক্রান্ত আরও সংবাদ