করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামান

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামান

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ১৩ এপ্রিল ২০২১ : শ্রীমঙ্গল ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান মঙ্গলবার (১৩ এপ্রিল ২০২১) বেলা সাড়ে ১১টায় করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ ও স্বাস্থ্য কর্মীরা সহ সাংবাদিকরা।

করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সর্বশেষ হাল নাগাদ পরিস্থিতি নিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে কথা বলেন তিনি।
সরকার প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে টিকা নেয়ার প্রতিক্রিয়ায় কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। ভয়-ভীতির কোনো সুযোগ নাই। নিজেদের সুরক্ষার প্রয়োজনেই সবাইকে করোনার টিকা নিতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণজনিত মহামারি প্রতিরোধে অন্য অনেক উপজেলার তুলনায় শ্রীমঙ্গল এগিয়ে। জনগণকে টিকা নেয়ার ক্ষেত্রে আরও বেশি করে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাতে হবে। টিকা প্রদানের ক্ষেত্রে অনিয়ম যাতে না হয় সে দিকে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।”
তিনি আরও বলেন, টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতার মাধ্যমে করোনা মোকাবিলা করা সম্ভব।

এ সংক্রান্ত আরও সংবাদ