রমজান ওয়েভ “রেশমী গোলাপ”

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

রমজান ওয়েভ “রেশমী গোলাপ”

নুসরাত শিরিন ||  বনশ্রী (ঢাকা), ১৫ এপ্রিল ২০২১ : 🌺”রমজান ওয়েভ”। নাম তার “রেশমী গোলাপ”।

ওয়েভে আজ থাকছে বেক্সি ভয়েল কাপড়ের ওপর নিখুঁতভাবে ভরাট স্টিচ ও ক্রস স্টিচ কাজের থ্রি পিস। হাতের কাজ  আমাদের দেশের ঐতিহ্য। ড্রেসে অল ওভার  কাজ করা সামনে, পেছনে এবং হাতায়।  ওড়নাতেও অল ওভার কাজ করা। পুরোটাতেই রেশমি সুতার কাজ করা হয়েছে। ছবির থেকেও অনেক বেশি সুন্দরী এই  “রেশমি গোলাপ” থ্রি পিস।

🌺আমি নুসরাত শিরিন। যশোরের কন্যা। ঝিনাইদহের বউ।ঢাকার বনশ্রী থেকে কাজ করছি বিভিন্ন ধরনের যশোরের ঐতিহ্যবাহী হাতের কাজের –
🍀থ্রি পিস
🍀টু  পিস
🍀শাড়ি ও
🍀 দেশীয় থ্রি পিস নিয়ে।
উইবাসী সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন।

🌺এই পন্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে এখানে এর পরিচিতি পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই।”উই” কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।🌺
স্বত্বাধিকারী
Dressia Dots – ড্রেসিয়া ডটস

এ সংক্রান্ত আরও সংবাদ