হাট শুনলেই মনে পড়ে যায় ছোট বেলার কথা

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

হাট শুনলেই মনে পড়ে যায় ছোট বেলার কথা

Manual6 Ad Code

।।||  বিপাশা সিকদার ||।। খুলনা,  ২৯  এপ্রিল ২০২১ : আসসালামু ওলাইকুম উইবাসি। হাট শুনলেই মনে পড়ে যায় ছোট বেলার কথা। আব্বু কোরবানি ঈদের আগে প্রায় রাতে দেরি করে আসত, কারণ তখন চলত হাটের সময়।আমিও কয়েকবার গিয়েছি, সেই মজা হতো। আজকেও উই আসলে অন্যরকম আনন্দ হচ্ছে।

Manual6 Ad Code

সবার জন্য শুভকামনা রইলো।

Manual5 Ad Code

আমিও হাজির হয়ে যাবো আমার নিজ হাতে বিভিন্ন হাতের কাজের নকশী ব্যাগ নিয়ে।

Manual4 Ad Code

আমি বিপাশা সিকদার
খুলনা থেকে কাজ করছি নিজ হাতে বিভিন্ন হাতের কাজের নকশা নিয়ে( নকশী ব্যাগ, নকশী কাঁথা, কুশন, ড্রেস, বিছানা, চুড়ি ইত্যাদি)
স্বত্বাধিকার: নকশী বাহার
❤️হাতের কাজে ঐতিহ্যের ছোঁয়া ❤️

বিঃদ্রঃ -“এই পন্য এর গুনগত মান পরীক্ষা করেই পরিচিতি পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই” কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় র সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।”

এ সংক্রান্ত আরও সংবাদ