সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ৬, ২০২১
।।|| আইরিন সরকার নুরী ||।। জয়পুরহাট, ০৬ মে ২০২১ : উই আমাদের সংসার চালাচ্ছে, মিথ্যে বলছি না।
উই আছে বলেই নিজে স্বাবলম্বী হয়ে উঠেছি,এখন আমার আন্ডারে চার পাঁচজন লোক কাজ করছে, দেশের এই পরিস্থিতিতে আমার মাধ্যমে তাদের ও সংসার চলছে।
এখন স্বপ্ন দেখছি নিজের বিজনেসকে আরো বড় করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।
আর এসবই সম্ভব হয়েছে উই এর কল্যাণে।
একজন মানুষের জীবনের মোর উই কিভাবে পরিবর্তন করে দিয়েছে যার বাস্তব উদাহরণ আমি।
উই আমাকে দুই হাত ভরে এত এত দিয়েছে তার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই।
অনেক অনেক কৃতজ্ঞতা এবং সব সময় ভালোবাসা নাসিমা আক্তার নিশা আপু , Kabir Sakib ভাই Razib Ahmed স্যার এর প্রতি। উই নামে সুন্দর প্লাটফর্ম এর জন্যই আজকের আমি একজন স্বাবলম্বী নারী।
আমি আইরিন নুরী, জয়পুরহাট জেলার মেয়ে কাজ করছি ঘর সাজানো ইউনিক পন্য নিয়ে।
সাঁঝআলো -SajhAlo
বিঃদ্রঃএই পন্য এর গুনগত মান আমি ব্যক্তিগতভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই” কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় র সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।”
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D