সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২১
তাহমিনা তনু | ঢাকা, ২৭ মে ২০২১: আমরা প্রত্যেকেই শান্তিপূর্ণ জীবনের পাশাপাশি জীবনে প্রত্যাশিত সাফল্য লাভ করতে চাই। কিন্তু একইসঙ্গে আমরা আর একটা বিষয়ও জানি যে সাফল্য হচ্ছে এমন একটা জিনিস যা কখনওই একজন মানুষ, একদিনে আয়ত্ত করতে পারে না।
সাফল্য দীর্ঘ তপস্যার ফল, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার সঙ্গে বিশেষভাবে যুক্ত থাকে একজন মানুষের নিরসল প্রচেষ্টা এবং উচ্চাশা।
আমাদের প্রত্যেকের মাথাতেই অনেক অনেক বুদ্ধি গিজগিজ করছে, কিন্তু যতক্ষণ না সেটা খাটিয়ে আমরা বাস্তবে কিছু করতে পারছি ততক্ষণ পর্যন্ত আদতে আমাদের পক্ষে কোনও কাজই করা সম্ভব নয়। বাইরের মানুষ কিন্তু জানবে না আমাদের সুপ্ত প্রতিভার কথা।
পৃথিবীর সবচেয়ে বড় অপচয় এই প্রতিভার অপচয়। প্রতিদিন যদি একটা চ্যালেঞ্জই না থাকে তাহলে কীসের জীবন?
নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করাটাই হল আসল উদ্দেশ্য। কিছু করার সবচেয়ে ভাল সময় হচ্ছে “এখন”। তাই “কিভাবে হবে” না ভেবে এখনই নেমে পড়া কাজে। জীবনে সফল মানুষেরা ঠিক এইভাবেই তাঁদের জীবনে সাফল্যের মুখ দেখেছে।সাফল্যের শিখরে পৌঁছাতে হয় আমাদের ধাপে ধাপে, একটু একটু করে। সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা এবং ছক নির্মাণের মধ্যে দিয়ে।
তাহমিনা তনু
Owner of Labonyo
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D