সিলেটের মাটিতে সিলেটি আপু কথন ১

প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২১

সিলেটের মাটিতে সিলেটি আপু কথন ১

মাহমুদা হাসান | সিলেট, ০৪ জুন ২০২১ : শিরোনামটা এমন হওয়ার কারণ আমি সিলেটে শিফট করেছি সপ্তাহখানেক হলো। তবে এতদিন জাফলংয়ে ছিলাম মা বাবার কাছে। আজকে সন্ধ্যায় শিফট হলাম সিলেট শহরে। আর আজকে থেকে নিয়মিত সিলেটি আপুদেরকে নিয়ে লিখব এবং শুরুটা করলাম সিলেট জেলা প্রধান Sultana Parvin আপুকে দিয়ে, আরেকটা তথ্য হলো আপু কিন্তু আমার উপজেলার মেয়ে।

আপুকে আমি ভালোভাবে চিনতাম না। শুধু শুনেছিলাম সিলেটের একজন আছে যিনি উইতে সর্বপ্রথম একদিনেই লাখপতি হওয়ার রেকর্ড গড়েছিলেন। এটা জানার পর আমার শুধু ইচ্ছে হত কে সেই আপুটা তাকে দেখার। অতঃপর আপুর হদিস পেলাম ফেসবুকে এবং এটা জানলাম ওনি আমাদের সিলেট জেলার প্রধান উই প্রতিনিধি। আমি তো খুশিতে আত্মহারা এবং অতি সাহস পেলাম উদ্যোগে যখন জানলাম আপু আমার গোয়াইনঘাট উপজেলার মেয়ে। আপুকে দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি বিজনেসে সামনে যাওয়ার। সত্যি বলতে আমার উপজেলা থেকে আপুর মত এই অবস্থানে উঠে আসা অনেক বড় ব্যাপার কারণ আমাদের উপজেলা অনেক দিক দিয়ে পিছিয়ে। অথচ একজন নারী হয়েও আপু আমাদের জেলা প্রধান এটা আপুর যোগ্যতা এবং সাহসিকতা প্রমাণ করে। আপুকে নিয়ে সবাই গর্ব করে কারণ আপু সিলেট জেলার। তবে আপুকে নিয়ে আমার গর্ব দ্বিগুণ কারণ আপু সিলেট জেলার পাশাপাশি আমার উপজেলার মেয়ে। আপুর জন্য মন থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় থাকবে। আপু আপনার হাত ধরে এগিয়ে যাক সিলেট জেলা, পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার নারীরা বিজনেস করে স্বাবলম্বী হোক এটা চাই।

আমি জাফলং কন্যা মাহমুদা হাসান
কাজ করছি সিলেটের মণিপুরী শাড়ি, ওড়না এবং গ্রিন টি নিয়ে

আমার উদ্যোগের নামঃ Suchona-সূচনা

“এই পন্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। “উই” কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।”